তারিখ লোড হচ্ছে...

গুইমারাতে স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় স্থানীয় সমাজসেবক মোঃ ইউছুপের উদ্যোগে গুইমারা বাজারের চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলার হাজার হাজার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

শুক্রবার  সকাল ১০টার সময় অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল বাশার, জাহাঙ্গীর আলম, স্বপন চক্রবর্তী, ‎মাওলানা ওসমান গনি, চাইরেপ্রু মারমা, বাবলু হোসেন, ‎মাঈন উদ্দিন বাবলু ‎আবদুল আলী, হরিপদ্ম ত্রিপুরা, ‎আরমান হোসাইন,‎ আবু বকর, ডাঃ রফিকুল ইসলাম, ‎মাগফার হোসেন, মাহবুব আলী, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

‎বক্তারা বলেন, গুইমারাতে দশ বছরেও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবায় নির্মিত হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন। যার কারণে গুইমারা উপজেলার প্রায় ৮০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এবং বারবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই অতি জরূরী এই দুটি পরিষেবা দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন সর্বস্তরেন সবাই। দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করা না হলে আগামী ১ জানুয়ারী থেকে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা করেন বক্তারা। আগামী ৩ নভেম্বর সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

উল্লেখ্য যে, ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় খাগড়াছড়ির নবম উপজেলা হিসেবে গুইমারাকে অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ ১০ বছর পার হলেও এ উপজেলায় নির্মাণ হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস ষ্টেশন।

অটোরিকশা কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

অটোরিকশা কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে রিয়াজ উদ্দীন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলানা পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়াজ উদ্দীন মৌলানা পাড়া এলাকার প্রবাসী সাহাব উদ্দীনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রিয়াজ কিছুদিন আগে একটি অটোরিকশা চালাতেন। তবে সেটি বিক্রি করে পাওয়া টাকা শেষ হয়ে গেলে তিনি রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। সম্প্রতি তিনি মায়ের কাছে একটি নতুন সিএনজি কেনার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন এবং না পেলে আত্মহত্যার হুমকিও দেন। মা তাকে আশ্বস্ত করেছিলেন যে, বাবা বিদেশ থেকে ফিরলেই সিএনজি কিনে দেবেন। কিন্তু রিয়াজ অপেক্ষা না করে শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নিজ ঘরে আত্মহত্যা করেন।

শনিবার ভোরে মা ও বোন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিয়াউল হুদাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম