তারিখ লোড হচ্ছে...

শেরপুরে পাগলা শিয়ালের কামড়ে আহত ২২

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

শেরপুর জেলার গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে এক পাগলা শিয়ালের তাণ্ডবে সর্বত্র চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিয়ালের আকস্মিক আক্রমণে মোট ২২ জন গ্রামবাসী আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামে ৪ জনকে, এরপর গির্দ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নাকশি গ্রামে ৪ জনকে এবং সর্বশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে ৪ জনকে কামড়ে আহত করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা একত্র হয়ে শিয়ালটিকে তাড়া করে ধরে পিটিয়ে মেরে ফেলে।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সবাইকে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর থেকে চারটি গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকেরা শিশুদের বাইরে যেতে নিষেধ করছেন, এবং স্থানীয় প্রশাসন থেকে মসজিদে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে।

গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “শিয়ালটি পুরো গ্রামজুড়ে তাণ্ডব চালিয়েছে। বনবিভাগ ও প্রাণিসম্পদ অফিসে খবর দেওয়া হয়েছে যাতে আশপাশে আরও এমন প্রাণী থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”

প্রাণিসম্পদ কর্মকর্তারা ধারণা করছেন, শিয়ালটি জলাতঙ্ক (র‍্যাবিস) রোগে আক্রান্ত ছিল। স্থানীয় জনগণকে কামড়প্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা আখি জানায়, কিছুদিন যাবত হাসপাতালে কুকুর ও শিয়ালের কামড়ের রোগীর সংখ্যা বেড়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ১৪ জন শেয়ালে কামড়ানোর রোগী পেয়েছি। আমরা সাধ্যমত চিকিৎসা দিয়েছি এছাড়া হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে।

প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

বৃহত্তর জামালপুরের সাবেক জেলা উন্নয়ন সমন্বয়কারী ও শেরপুর-৩ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ীদের মিলনায়তনে ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।

সভাপতিত্ব করেন ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের সভাপতি ফকির মোহাম্মদ সিদ্দীক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত ডাঃ সেরাজুল হককে স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনগণের প্রকৃত প্রতিনিধি। তাঁর অবদান শুধু রাজনৈতিক পরিসরেই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবার ক্ষেত্রেও ছিল অনন্য।

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল তাঁর বক্তব্যে বলেন, “ডাঃ সেরাজুল হক শুধু আমার বাবা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান ও মানবিক নেতা। জনগণের পাশে থাকা, তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করা ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। তিনি রাজনীতিকে ব্যবহার করেছেন সেবার হাতিয়ার হিসেবে। বর্তমান প্রজন্মের তরুণদের উচিত তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়া।”

আলোচনা সভা শেষে প্রয়াত ডাঃ সেরাজুল হকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান