তারিখ লোড হচ্ছে...

সপ্তাহের শেষ কর্মদিবসে বাড়ল শেয়ারদর

সপ্তাহের শেষ কর্মদিবসে বাড়ল বেশির ভাগ শেয়ারদর

ডেস্ক রিপোর্ট:

সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে বেশির ভাগ শেয়ারের দর পতনে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৬৬পয়েন্ট হারায়। তবে শেষ দুই কর্মদিবসে বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় সূচকটি বেড়েছে ৩৮পয়েন্ট। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রায় ৩০পয়েন্ট বেড়েছে।গতকালের লেনদেন শেষের তথ্য অনুযায়ী,ডিএসইতে ২২৮কোম্পানির শেয়ারের দর বেড়েছে,কমেছে ৭২টির এবং অপরিবর্তিত থেকেছে ৫৪টির দর। বাকি ছয় কোম্পানির শেয়ার কেনাবেচা হয়নি। এ ছাড়া ৩৭মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১টির দর বেড়েছে,কমেছে সাতটির এবং অপরিবর্তিত থেকেছে ১৭টির দর।

খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে,এদিন সব খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। বড় খাতগুলোর মধ্যে সর্বাধিক সোয়া ২শতাংশ দর বেড়েছে বীমা খাতের। এ খাতটির ৫৮কোম্পানির মধ্যে ৫০টির দর বেড়েছে,কমেছে তিনটির। এ ছাড়া বস্ত্র খাতের ৫৮কোম্পানির মধ্যে ১৬টির দর কমার পরও পৌনে ২ শতাংশ দর বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩কোম্পানি গড়ে দেড় শতাংশ হারে দর বেড়েছে। ছোট খাতগুলোর মধ্যে সিরামিক খাতের ৫কোম্পানির গড়ে ৩ শতাংশ হারে দর বেড়েছে। এদিন ডিএসইতে ৪৭৬কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

কালও চলবে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’

ডেস্ক রিপোর্ট:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার দাবিতে চলা আজকের ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি আগামীকাল রোববারও (২৯ জুন) চলবে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

শনিবার (২৮ জুন) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ ঘোষণা দেয়। এদিকে সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ সকালে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হন।

 

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম