তারিখ লোড হচ্ছে...

মহা খ্রিস্টযোগের মধ্য দিয়ে শেষ হলো ফাতেমা রানীর তীর্থযাত্রা

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ 

‘আশার তীর্থযাত্রী ফাতেমা রানী মা মারিয়া’— এই মূল সুরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারীর ঐতিহ্যবাহী ফাতেমা রানীর তীর্থযাত্রা।
দুই দিনব্যাপী এই তীর্থযাত্রা শুক্রবার (৩১ অক্টোবর) সকালে মহা খ্রিস্টযোগের মধ্য দিয়ে বিশ্বশান্তির প্রার্থনা জানিয়ে পরিসমাপ্তি ঘটে।

প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার বারোমারী মিশনের পাহাড়ঘেরা সাধু লিওর ধর্মপল্লীতে রোমান ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের এই বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তীর্থ উপলক্ষে এ বছর দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় লাখো খ্রিস্টভক্ত অংশ নেন। পাহাড়ের দুই কিলোমিটার দীর্ঘ চূড়া বেয়ে মোমবাতি হাতে পুণ্যার্থীদের আলোক শোভাযাত্রা অনুষ্ঠানটিতে ভক্তি, মহিমা ও ধর্মীয় গাম্ভীর্যের বিশেষ আবহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে পৌরহিত্য করেন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত ও পোপ মহোদয়ের বিশেষ প্রতিনিধি কেভিন রেনডাল। মহা খ্রিস্টযোগ পরিচালনা করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি।

এ ছাড়া দেশ–বিদেশ থেকে আগত শতাধিক ফাদার ও সিস্টারও এই ধর্মীয় উৎসবে অংশ নেন। শুক্রবার সকালে ‘ক্রুশের পথ’ শেষে মহা খ্রিস্টযোগের মধ্য দিয়ে বিশ্ব শান্তি কামনা করে শেষ হয় দুই দিনব্যাপী এই পবিত্র তীর্থযাত্রা।

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে মালামাল লুটপাটের অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে বহুজাতিক মোটরসাইকেল কোম্পানি টিভিএস অটো বাংলাদেশ লি: এর ওয়্যারহাউজ কর্মচারীদের মারধর করে নগদ টাকা ও যন্ত্রাংশ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মোল্লা ওরফে মামুন মোল্লার বিরুদ্ধে। শনিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া ছালামত মোল্লা রোডে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইমরান হোসেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে মোটরসাইকেল সংরক্ষণের জন্য ২০১৫ সালে ওয়্যারহাউজ ভাড়া নেয় টিভিএস অটো বাংলাদেশ লি:। যার মেয়াদ শেষ হয় চলতি বছরের ৩০ জুন। সেই করানে গত ২৯ জুন ওয়্যারহাউজের যাবতীয় মালামাল স্থানান্তর করেছিলেন প্রতিষ্ঠানের কর্মীরা। এসময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন লোক ওয়্যারহাউজে ঢুকে ইনচার্জ খাইরুল কবির হোসেন ও ইলেক্ট্রিশিয়ান আনোয়ার হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাদেরকে এলোপাতাড়ি মারধর করেন। পরে ওয়্যারহাউজ থেকে ৩০ লক্ষ টাকার যন্ত্রাংশ ও নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।
এবিষয়ে অভিযুক্ত মামুন মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম