তারিখ লোড হচ্ছে...

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস পালিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

“সাম্য-সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় ফ্যাসিলিটেটর ক্যাথরিন বেলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

আলোচনায় আরও অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ হাবিবুল্লাহ, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সালেহ আহমেদ, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি জয়নাল আবেদীন এবং বনকালি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

তারাকান্দা উপজেলাকে ভূমি ও গৃহহীন   মুক্ত ঘোষণা উপলক্ষে যৌথ কমিটি’র সভা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটি’র সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সোমবার (২০ফেব্রয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’ র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন,ময়মনসিংহের উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা অতিরিক্ত জেলা প্রসাশক মাহ্ফুজুল আলম মাসুম।

অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন খন্দকার, ইকরামুল হক তালুকদার, সামছুল আলম রাজু, খাদেমুল আলম শিশির, বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব সরকার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলার সকল কর্মকর্তাগন,সাংবাদিকগন,শিক্ষক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

জানা গেছে, উপজেলায় ১ম,২য়,৩য় ও ৪র্থ ধাপে বানিহালা ইউনিয়নে ৩১টি,বালিখাঁ- ৪৫ টি,রামপুর -৩৫ টি, ও কামারগাঁও ইউনিয়নে ৪০ টি ঘরসহ মোট ১শত ৫১ টি পরিবার কে বিনামূল্যে ঘর দিয়েছে সরকার। যার প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার টাকা।

সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন,ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিদের ঘড় প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলো। যা পৃথিবীর কোন দেশের রাষ্ট্র প্রধান এ ধরনের মহৎ উদ্যোগ নেয়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম