তারিখ লোড হচ্ছে...

খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি উপজেলা প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির জেলা সদরে গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির চতুর্থ তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১ নভেম্বর ) সকাল থেকে দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন। এই সময় গুরু সংঘকে ফুল দিয়ে বরণ করেন রেনু মারমা, সিকিবালা মারমা, উনিমা মারমা পঞ্চশীল গ্রহণ শেষে , বুদ্ধ মূর্তি দান,অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, ফানুস বাতি উত্তোলন দান, চৌরাশি হাজার বাতি প্রজ্জলন দানসহ নানাবিধ দান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল সুত্র কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজিতা বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্তঃ মেহেন্দা মহাস্থবির। আপার পেরাছড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্তঃ কেলেসা মহাস্থবির। এ সময়  ‍পুন্যার্থীদের উদ্দেশ্য প্রধান ধর্মদেশনা ভদন্তঃ কেলেসা মহাস্থবির। গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির অধ্যক্ষ ভদন্তঃ উপসেন স্থবির , ভদন্তঃ ক্ষেমাসারা স্থবির , ভদন্তঃ তেযসারা স্থবির প্রমুখ।

অনুষ্ঠানে গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির পরিচালনা কমিটি সভাপতি বাবুশ্যি মারমা, সাধারণ সম্পাদক বাবু মারমা। গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির পরিচালনা কমিটি নেতৃবৃন্দ, গ্রামবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধধর্মের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে বোঝায়, যেখানে ভিক্ষুসংঘকে চীবর পরিষেধ বস্ত্র দান করা হয়।  ঐতিহাসিক স্মরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতি বছরে এ ধর্মীয় উৎসবকে ‘কঠিন চীবর দান’ হিসেবে পালন করে আসছেন।

সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি

সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি

চট্টগ্রাম জেলা সংবাদদাতাঃ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে সাবেক দুই মন্ত্রীর ছেলেবোন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারও রয়েছেন।

সোমবার (৩০ জুন) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মঙ্গলবার (০১ জুলাই) সিদ্ধান্তের বিষয়টি জানাজানি হয়।

আদেশে লেখা হয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত চতুর্থ সিন্ডিকেট সভায় অনুমোদিত কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতি সংবিধি ২০২২-এর ধারা ১৪-এর ২৪ উপধারা অনুযায়ী চাকরি থেকে অব্যাহত দেওয়া হলো।

অব্যাহতিপ্রাপ্ত পাঁচজন হলেন— সাবেক মন্ত্রী আফছারুল আমীনের ছেলে সহকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বোন উপকলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, নোয়াখালীর পৌরসভার সাবেক মেয়র সহিদ উল্লাহ খানের বোন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন।

অপর দুইজন হলেন- সহকারী রেজিস্ট্রার এ এম শাহাদাত হোসাইন ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু মোহাম্মদ মাসুদ। এরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।অব্যাহতিপ্রাপ্ত ডা. মাহিদ বিন আমীন জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার চিঠি পেয়েছেন। এ বিষয়ে করণীয় কি তা ভেবে দেখছেন।

তবে এ বিষয়ে জানতে উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম