তারিখ লোড হচ্ছে...

স্তন ক্যানসারে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা

স্তন ক্যানসারে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা

ডেস্ক রিপোর্ট:

অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়। তারই অংশ হিসেবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের নেতৃত্বে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ আরও ৫৩টি স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে আয়োজন করে দেশের সবচেয়ে বড় সচেতনতামূলক উদ্যোগ ‘গোলাপি সড়ক শোভাযাত্রা।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন)- এর নেতৃত্বে এবং ক্যান্সার প্রতিরোধ ও জনস্বাস্থ্য গবেষক ডক্টর সৈয়দ হুমায়ুন কবিরের সার্বিক সহযোগিতায় প্রশিকা,গণস্বাস্থ্য, টিএমএসএসের প্রতিনিধিসহ চিকিৎসক,স্বাস্থ্যকর্মী, সংস্কৃতিজনরা অংশ নেন এই গোলাপি সড়ক শোভাযাত্রায়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এলেঙ্গা (টাঙ্গাইল) সিরাজগঞ্জ বাইপাস-বগুড়া-নওগাঁ-তানোর হয়ে রাজশাহী পৌছায় গোলাপি সড়ক শোভাযাত্রাটি। প্রতিটি স্থানে স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষও অংশ নেন এই সচেতনতা মূলক গোলাপি শোভাযাত্রায়। এসময় পথসভা/সমাবেশ,লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন তারা। পরে সন্ধ্যায় রাজশাহীতে সিঅ্যান্ডবি মোড়ে(শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে) বিভিন্ন নারী সংগঠন,রোটারি ক্লাব,ইনার হুইল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহীর জিরো পয়েন্ট এলাকায় সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট,পথসভার মাধ্যমে স্তন ক্যান্সারের সচেতনতা কর্মসূচি পালন করা হয়।

ত্বকচর্চায় ঘরেই বানান কোরিয়ান ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক:

নতুন নতুন সব স্কিন ট্রেন্ড তৈরিতে কোরিয়ানদের জুড়ি নেই। তবে বাজারচলতি কোরিয়ান স্কিন কেয়ার যেমন দামি তেমনি পণ্যে থাকা নানা রাসায়নিক ত্বকের ক্ষতিও করতে পারে।

তাই অনেকেই এখন ঘরোয়া উপায়ে কোরিয়ান স্টাইলে তাদের মতো গ্লাস স্কিন পেতে আগ্রহী। জেনে অবাক হবেন দুটি সাধারণ উপাদান দিয়েই ঘরেই তৈরি করতে পারেন কার্যকর একটি কোরিয়ান ফেসপ্যাক, যা ত্বককে করে তুলবে উজ্জ্বল, মসৃণ ও তরতাজা।

ফেসপ্যাক তৈরির উপকরণ

চালের গুঁড়ো ২ চা চামচ
অ্যালোভেরা জেল

কীভাবে বানাবেন?

প্রথমে অ্যালোভেরা পাতার কেটে জেল সংগ্রহ করুন (যদি তাজা ব্যবহার করেন, নাহলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন)। এবার একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরা জেল ও চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। যতক্ষণ না এই মিশ্রণটি ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ ব্লেন্ড করুন। চাইলে ফ্রিজে রেখে কয়েক মিনিট ঠান্ডা করে নিতে পারেন, এতে ত্বকে আরও সতেজতা অনুভব হবে।

ব্যবহার পদ্ধতি

এই ফেসপ্যাকটি ব্যবহার করার আগে মুখ ও ঘাড় পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার তৈরি করা ফেসপ্যাকটি মুখ ও ঘাড়ে সমানভাবে মেখে নিন। ১৫ মিনিট রেখে দিন যাতে প্যাকটি শুকিয়ে যায়। এরপর সামান্য পানি দিয়ে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন। মুখ মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। সপ্তাহে নিয়ম করে অন্তত ২-৩ দিন এই ফেসপ্যাক ব্যাবহার করুন উজ্জ্বল ত্বক।

এই ফেসপ্যাকের উপকারিতা কী?

এই ঘরোয়া ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করে। চালের গুঁড়ো ত্বক স্ক্রাব করে এক্সফোলিয়েশনে সাহায্য করে।

অ্যালোভেরা জেল ত্বকে আর্দ্রতা যোগায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ত্বককে মসৃণও করে।

এছাড়া ত্বকের রোদে পোড়া ও কালচে ভাব কমায়, স্কিন টোন ব্রাইট করতে সহায়তা করে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম