তারিখ লোড হচ্ছে...

গলাকাটা অবস্থায় পাওয়া গেল এক তরুণীকে

ডেস্ক রিপোর্টঃ

সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে এক তরুণীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।সকাল ৯টার দিকে চা বাগানের পাশ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে চা বাগানের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি ওই এলাকার বাসিন্দা নন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব জানান, তরুণীর অবস্থা আশঙ্কাজনক। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী বলেন, তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনো কথা বলতে পারছেন না। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব

খেলা ডেস্কঃ

বিপিএলের সিলেট পর্ব আজ মঙ্গলবার শুরু হচ্ছে । দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় লড়বে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

ঢাকা পর্বে শেষে মাঠে গড়াচ্ছে বিপিএলের সিলেট পর্ব। ঢাকা পর্বে এক ম্যাচ খেলে জয়হীন সিলেট রয়েছে টেবিলের তলানিতে। নিজেদের মাঠে তাই জয়ের খোজেই নামবে তারা। তবে সতর্ক থাকতে হবে সিলেটকে। কেননা টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থাকা রংপুর আছে দারুণ ছন্দে। সিলেট পর্বেও সেই ছন্দ ধরে রাখতে চাইবে নুরুল হাসান সোহানের দল।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী লড়বে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের বিপক্ষে। ঢাকা পর্বে দু’দলই জিতেছে একটি করে ম্যাচ।

তবে বরিশাল দুই ম্যাচ খেলে চারে থাকলেও, তিন ম্যাচ খেলা রাজশাহীর অবস্থান টেবিলের পাচে। সিলেটে দু’দলই নামবে জয়ের লক্ষ্যে।

 

সবা:স:জু- ৬৬৩/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম