তারিখ লোড হচ্ছে...

কুমিল্লায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকায় গাছের ডাল থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১ নভেম্বর) দুপুরে সাপটি উদ্ধার করে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর ও কোটবাড়ি রেঞ্জ অফিসার এ কে এম লুৎফুল্লাহ।

দুই বন কর্মকর্তা জানান, শনিবার সকালে আনসার ক্যাম্পের কাছের জঙ্গলে গাছের ডালে সাপটিকে দেখা যায়। এরপর থেকে এলাকার লোকজন জড় হয় এবং সাপটিকে নামানোর চেষ্টা করে। বিষয়টি খবর পেয়ে তারা গিয়ে দেখে স্থানীয় জনতার ভিড়। এরপর তারা বিভিন্নভাবে চেষ্টা করেও সাপটিকে উদ্ধার করতে পারছিল না।

রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর বলেন, ‘সাপটি খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল। আমরা যে স্থানে অবমুক্ত করেছি সেখানে পর্যাপ্ত খাবার পাবে। এ ধরণের সাপ বিষধর নয়। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই ধরনের সাপের খোঁজ পেলে তাদের হত্যা না করে বন বিভাগকে খবর দিলে বন বিভাগ উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করবে।’

ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে মনোহরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর আহত ৪

 

কুমিল্লা প্রতিনিধিঃ

বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি কেন্দ্র করে কুমিল্লা মনোহরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘর, দোকান ভাংচুর ও হামলায় অন্তত ৪/৫ জন আহতের অভিযোগ উঠেছে।
১১ ফেব্রুয়ারী (শনিবার) সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে মৈশাতুয়া ইউনিয়নের মেরুয়া গ্রামের উপজেলা যুবদলের নেতা রহমত উল্লাহ জিকু বাড়িতে ও আশিরপাড় বাজারে ইব্রাহিম মিয়ার কাপড় দোকানে এ ঘটনা ঘটে।
মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, সারা দেশের ন্যায় বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে মনোহরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এর মধ্যে শনিবার দুপুরে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে ও দোকানে হামলা চালান। হামলার ঘটনায় বিএনপির কর্মী ইব্রাহিম, অজি উল্লাহ, ও মনির হোসেনসহ ৪/৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহত বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু ভাইয়ের বাড়ীতে সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩০-৩৫ জন সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের ঘরে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় বিদ্যুৎ লাইন বন্ধ করে লুটপাট করার চেষ্টা করলে বাড়ির স্বজনদের আত্মচিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু বলেন, মৈশাতুয়া ইউনিয়ন এলাকায় বিএনপির পদযাত্রার কর্মসূচি শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়।পরে আমাকে বাড়িতে না পেয়ে সন্ধ্যায় দিকে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, হামলা ও ভাংচুরের ঘটনা আমার জানা নেই, এছাড়াও গতকাল শনিবার আমার এলাকায় হাজিপুরা গ্রামে ওয়াজ মাহফিলে আমি উপস্থিত ছিলাম।মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিউল আলম বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ও তাদের বাড়ি ঘর ভাংচুরে কোনো অভিযোগও থানায? আসেনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম