তারিখ লোড হচ্ছে...

আমতলীতে দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: 

র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে আমতলীতে বরিশালের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

উদযাপনের শুরুতেই পত্রিকার গ্রাহক, পাঠক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ বাণী’র আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ আবু জিহাদের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো : রাসেল, বিআরডিবি চেয়ারম্যান মঈন উদ্দিন মামুন, দারিদ্র্য বিমোচন কর্মকতা শোভন সাহা , পল্লী উন্নয়ন অফিসার ফিরোজ আলম, বন কর্মকতা মনিরুল হক মনি , মহিলা বিষয়ক কর্মকতা রুমকুমার পাল, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাবেক প্রেসক্লাব সভাপতি মো: জাকির হোসেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো: মহসিন মাতুব্বর, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কবিরসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার কমিশনের সদস্যগণ, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগণ অংশগ্রহণ করেন।

আমতলী উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন

আমতলী উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন

মো: আল আমিন, আমতলী উপজেলা প্রতিনিধি:

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। উপজেলার ডাক বাংলোর কনফারেন্স হলে কার্যনিবার্হী কমিটির সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে মো. সাইফুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্য বিশিষ্ট বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান, উপদেষ্টা মো. আল আমিন (বাবু), সহ-সভাপতি জোসেব মাহতাব, যুগ্ন সাধারন সম্পাদক মো. জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুক্তা রানি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিম রেজা , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গাজী নাসির, সমাজ কল্যাণ সম্পাদক টি.এম রেদওয়ান বায়েজিদ, নারী বিষয়ক সম্পাদক সাজেদা তালুকদার।

কার্যনির্বাহী সদস্যরা হলেন-মাহতাবুর রহমান, কামরুল হাসান সাইমুন, এইচ. এম. রাসেল, রিপন মুন্সি, ফখরুদ্দীন তইসিন, মো. সাইফুল ইসলাম, রেজাউল করীম হাদী, মাসুম বিল্লাহ্, মো. ইমরান হোসাইন, কামরুজ্জামান জয়, মো. আবু বকর নকীব, মো. আল আমিন কাজী, মো. তাওহিদুল ইসলাম, নির্মলেন্দু মিত্র, মো. সেলিম খান, বিপ্লব হাওলাদার, মো. নাজমুল হাসান, মোহনা আক্তার বৈশাখী, ফারজানা আক্তার, মো. নাজিম উদ্দিন, মো. নাইম ইসলাম, মো. হাবিবুর রহমান।

language Change
সংবাদ শিরোনাম
সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন” — গৃহায়ন ও গণপূর্ত সচিব ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী ডিসি নিয়োগ আওয়ামী আনুগত্যের প্রাধান্য কৃষক দলের নেতা খন্দকার নাসিরের গ্রেপ্তার চাইলেন মহিলা দল নেত্রী মুন্নী শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান