তারিখ লোড হচ্ছে...

নির্বাচনের পরে জবাইয়ের হুমকি বিএনপি কর্মীর, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বরগুনা সংবাদদাতাঃ

বর্তমানে যা কিছু করি এগুলো কিছুই না, আগামী নির্বাচনের পরে ঘর থেকে টেনে এনে জবাই করে ফেলবো- বরগুনার আমতলীতে কথিত বিএনপি কর্মী তারেক নোমানের এমন হুমকি সংবলিত ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সিসি ক্যামেরা থেকে সংগ্রহীত ভিডিও ফুটেজে তাকে আরও বলতে শোনা গেছে, এতদিন (৫ আগস্ট পরবর্তী সময়) যা হইছে এগুলো কিছুই না। এরপর পূর্বোক্ত হুমকি দেন তিনি। জবাইয়ের হুমকির পূর্বে ২ লাখ টাকা চাঁদা দাবিরও অভিযোগ করা হয়।

রবিবার সকালে বরগুনা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সদস্য, বরগুনার আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজীবাড়ী এলাকা সংলগ্ন মুদী মনোহরী ব্যবসায়ী মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগগুলো উপস্থাপন করেন। এছাড়[ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য হুমকি দেয়ার সিসি ফুটেজ গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করেন।

সংবাদ সম্মেলন থেকে আরও অভিযোগ করা হয়, হুমকিদাতা তারেক নোমান ওরফে তারেক রহমান, যিনি ৫ আগস্টের পরে বিএনপি দলীয় পরিচয় ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারের উদ্দেশ্যে নিজের নাম খানিকটা পরিবর্তন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নিজের নাম রেখেছেন। ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামীলীগের দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্নভাবে সুবিধা নেয়ার বিষয়েও লিখিত বক্তব্যে উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, মুদী মনোহরী ব্যবসায়ী মিজানুর রহমানের দোকান থেকে জোরপূর্বক পণ্য নেয়ার অভিযোগে আমতলী থানায় সাধারণ ডায়েরীও করা হয়েছিলো। এমন নেতিবাচক ঘটনা পুনরায় তার ঘটবে না মর্মে অঙ্গীকারপূর্বক মুচলেকা প্রদান করলেও অঙ্গীকার রাখেনি মর্মেও অভিযোগ করেন ব্যবসায়ী মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান কথিত বিএনপি কর্মী তারেক নোমান ওরফে তারেক রহমান ছাড়াও হুমকি, ভয়-ভীতি দেয়ায় তারেক নোমানের আরও দুজন সহচরের নাম উল্লেখ করেন। তারা যথাক্রমে আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের মৃতঃ মতিউর রহমানের পুত্র শামীম এবং আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের নয়া মিয়া মৃধার পুত্র পোল্ট্রি ব্যবসায়ী আবুল বাশার। হুমকির ঘটনায় আমতলী থানায় সাধারণ ডায়েরীও করা হয়েছে। যারা জিডি নং- ২৬, তারিখ: ০১-১১-২০২৫ খ্রি.।

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়ি সংবাদদাতা:

আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ শ্লোগানে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শনিবার সকালে য়ংড বৌদ্ধ বিহারে এলাকা থেকে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ক অঞ্চল ,বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সামনে মানববন্ধন হয়। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠির শতশত নারী পুরুষ অংশ নেন।

বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি শাখার সভাপতি চাইথোয়াই মার্মা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রামের জাপান নিপন একাডেমি পরিচালক মো: নুরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক নির্মল দাশ, নমিতা চাকমা উক্যনু মারমা।

বক্তারা বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের হিসেবে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। অবিলম্বে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পাহাড় ও সমতলের আদিবাসীদের ভূমি ও প্রথাগত অধিকার নিশ্চিত এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে আদিবাসী উদযাপন কমিটির ব্যানারে পৃথক কর্মসূচী পালন করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম