তারিখ লোড হচ্ছে...

‘মঞ্জুলিকা’ হয়ে আসছেন অনন্যা

বিনোদন ডেস্ক ॥

বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি সিনেমার অন্যতম একটি ‘ভুল ভুলাইয়া’; যার তিনটি সিনেমা বক্স অফিসে দারুণভাবে ব্যবসা সফল। শিগগিরই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ভুল ভুলাইয়া-৪’-এর ঘোষণা আসতে চলেছে; যেখানে ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।

নতুন এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রটি অনন্যা পর্দায় তুলে ধরতে যাচ্ছেন কিনা, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। কারণ, নির্মাতাদের কাছ থেকে নয়, ‘ভুল ভুলাইয়া-৪’ অনন্যার অভিনয়ের কথাটি উঠে এসেছে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সম্প্রতি অনন্যা ঘটা করে উদযাপন করেছেন তার ২৭তম জন্মদিন। এই বলিউড তারকার জন্মদিন উদযাপনে কেবল কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। পার্টিতে অভিনেত্রীর প্রিয় বন্ধু সুহানা খান এবং তুতো ভাই অহন পাণ্ডেকে দেখা গেছে। মা ভাবনা পাণ্ডে এবং আরও কিছু ঘনিষ্ঠজনের সঙ্গে জন্মদিনের সুন্দর মুহূর্তগুলোর ছবি অনন্যা তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করেছেন।

এই জন্মদিনের শুভেচ্ছা জানানো তারকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। অনন্যার ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার সহঅভিনেতা কার্তিক একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন।

সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী মজার ছলে বলছেন, তিনি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন! ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে ‘সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী’ বলে উল্লেখ করেছেন। যদিও অনন্যার এই ঘোষণাটি ছিল নিছকই রসিকতা, তবুও এই মজাদার বার্তাটি ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে। কারণ ‘পতি পত্নী অউর ওহ’-এর পর এই দুই তারকাকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শুধু ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমা নয়, অনন্যার ইচ্ছা সদ্য নির্মাতা হিসেবে বলিউডে পা রাখা আরিয়ান খানের ওয়েব সিরিজে অভিনয়ে। ক’দিন আগেই অভিনেত্রী তার এই ইচ্ছার কথা নিঃসংকোচে সবাইকে জানিয়েছেন। এখন দেখার অপেক্ষা আরিয়ান তার ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের দ্বিতীয় সিজনে অনন্যাকে অভিনয়ের সুযোগ দেন কিনা।

ছোট কাপড় পরা মডেলদের শাসালেন হিন্দু শক্তি সংগঠন 

ছোট কাপড় পরা মডেলদের শাসালেন হিন্দু শক্তি সংগঠন 

বিনোদন ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ডে ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলের সময় ছোট পোশাক পরিধান করার কারণে মডেলদের সাথে বাদানুবাদে জড়িয়েছে হিন্দু শক্তি সংগঠন নামে একটি কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীর কর্মীরা।

শুক্রবার (৩ অক্টোবর) উত্তরাখণ্ডের দেহরাদুনের একটি হোটেলে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে ওই হোটেলে যখন রিহার্সেল চলছিল, তখন হিন্দু শক্তি সংগঠনের সদস্যরা সেখানে প্রবেশ করে। সংগঠনের রাজ্য প্রেসিডেন্ট রাঘবেন্দ্র ভাটনাগরের নেতৃত্বে তারা মডেলদের সঙ্গে তর্ক শুরু করেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাঘবেন্দ্র ভাটনগর পশ্চিমা পোশাক পরার কারণে মডেলদের কড়া সমালোচনা করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মডেলিং শেষ হয়ে গেছে। এখন বাড়িতে চলে যান। ঋষিকেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না। এটি আমাদের সংস্কৃতি নয়। উত্তরে একজন মডেল রাঘবেন্দ্রের সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়েন। ওই মডেল বলেন, পোশাক নিয়ে আমাদের কিছু বলার আগে দোকানগুলোতে আগে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন।

রাঘবেন্দ্র যখন বলেন, আমাকে কিছু বলবেন না, তখন মডেলটি পাল্টা জবাব দেন, তাহলে আপনিও আমাদের কিছু বলবেন না। আমরা যা করছি তা করতে দিন। রাঘবেন্দ্র তখন ক্ষিপ্ত হয়ে বলেন, বাড়িতে আপনারা যা খুশি তাই করতে পারেন। এর জবাবে ওই নারী মডেল রেগে গিয়ে বলেন, আপনি আমাদের বলার কে?

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে রাঘবেন্দ্র ক্ষিপ্ত হয়ে বলেন, ঠিক আছে আপনার এখানে থাকতে পারেন। কিন্তু আমি শো বন্ধ করে দেবো। আপনার উত্তরাখণ্ডের সংস্কৃতিকে ধ্বংস করছেন।

এই বিতর্কের সময় লায়ন্স ক্লাব ঋষিকেশের সভাপতি পঙ্কজ চন্দনি মডেলদের পক্ষ নিয়ে তাদের সমর্থন জানান। তিনি বলেন, মডেলরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা নিজেদের খুশি অনুযায়ী যা ইচ্ছে তা পরতে পারে।

এদিকে, পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।

উল্লেখ্য, হিন্দু শক্তি সংগঠনের নেতাদের বাধা সত্ত্বেও, ‘ঋষিকেশ সুন্দরী প্রতিযোগিতা’ নির্ধারিত সময় অনুযায়ী শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম