তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিমানের সিপাহীর আয় বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুদক বিজিবির অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ শিক্ষকদের কর্ম-বিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা পোল্ট্রি খামারের বিষাক্ত বর্জ্যে বিপন্ন জনজীবন টোল প্লাজার চেকপোষ্ট থেকে পিস্তল ও গুলিসহ আটক-১ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্ম বিরতি শুরু জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পরীক্ষার হলের দায়িত্বে অভিভাবকরা বরিশালে ভুয়া চিকিৎসক আটক কক্সবাজারের পর্যটন শৃঙ্খলা আনতে তৎপর ট্যুরিস্ট পুলিশ খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস : তারেক রহমান বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি! মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০ ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের নতুন কমিটি ঘোষণা সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন  দক্ষিণখানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ : কমিশন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন রাজউক এর সিআই সাব্বিরের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা সাগর–রুনি হত্যা মামলার তারিখ ১২২ বার পেছাল বন অধিদপ্তরে দুর্নীতির শাস্তির বদলে পদোন্নতি বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ সারা দেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ তিন বছর বয়সে সার্ভিয়া হাসান গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সেনা অভিযানে সহকারী কালেক্টর আটক নির্দিষ্ট স্টেশন না থাকায় যানজটের ভোগান্তি শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান এমপি হতে পারলে বাকি এমপিদের খবর আছে বিজিবির অভিযানে গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার ইনশাল্লাহ এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ১৯ দেশের নাগরিকদের পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র ইমরান খান জীবিত আছেন কিনা, প্রশ্ন ছেলের ডেঙ্গুতে একদিনে ভর্তি ৪১০ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বিজিবি কর্তৃক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন ফখরুল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নাই এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা গণতন্ত্রে ফেরার অপেক্ষায় গোটা জাতি: মির্জা ফখরুল ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএস ক্যাডার সাবেক ছাত্রলীগ নেতা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু ১৫০ আসনে জয়ের টার্গেটে জামায়াত

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় হাজার কোটি টাকার লুটপাট

নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সরকারি ক্রয় ব্যবস্থায় ভয়াবহ দুর্নীতি এবং অনিয়মের তথ্য সাম্প্রতিক সময়ে প্রকাশ পেয়েছে। অভিযোগ রয়েছে, গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলো সরকারি টেন্ডার, সরবরাহ এবং বিল উত্তোলনের ক্ষেত্রে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত, যেখানে গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন প্রভাবশালী নির্বাহী প্রকৌশলী সরাসরি অংশগ্রহণ করেছেন।

ভুয়া আমদানির কেলেঙ্কারি:
Rangpur Metal Industries Ltd., প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, গত দুই-তিন বছরে প্রায় ৩০০ কোটি টাকার লিফট সরবরাহের কার্যাদেশ পেয়েছে। শর্ত ছিল ফিনল্যান্ডের Kone Lift সরবরাহ করা কিন্তু বাস্তবে সরবরাহ হয়েছে ভারতের তৈরি লিফট। শিপমেন্ট দেখানো হয়েছে জার্মানি থেকে, যেখানে Kone-এর কোনো কারখানা নেই। এর ফলে ইউরোপীয় দামের নামে বিপুল অংকের বিল উত্তোলন করা হয়েছে।

ফায়ার পাম্পে জীবনসংহারী প্রতারণা:
Property Development Ltd. গণপূর্তের বিভিন্ন প্রকল্পে UL listed Fire Pump সরবরাহের চুক্তি নিলেও বাস্তবে সরবরাহ করা হয়েছে নকল ও Non-UL listed Pump। এতে কোটি কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে এবং জননিরাপত্তা সরাসরি ঝুঁকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন মানহীন যন্ত্রপাতি ব্যবহারে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে মানুষের জীবন ঝুঁকিতে থাকবে।

একই প্রতিষ্ঠানের দুটি নাম ব্যবহার করে টেন্ডারবাজি:
Rangpur Metal Industries Ltd. একই প্রতিষ্ঠানের দুটি নাম ব্যবহার করে সরকারি টেন্ডারে অংশগ্রহণ করেছে। Rangpur Metal Industries Limited – ১০১টি কাজ → ২৮৮.৪৮ কোটি টাকা। Rangpur Metal Industries Ltd. – ১১২টি কাজ → ৭৭১.৩৯ কোটি টাকা।

মোট ২১৩টি ওয়ার্ক অর্ডারে অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,০৬০ কোটি টাকা। কোম্পানির মালিকানা, পরিচালনা পর্ষদ ও ঠিকানা এক হলেও ভিন্ন BIN ও TIN ব্যবহার করা হয়েছে।

গণপূর্ত কর্মকর্তাদের অব্যাহত সহযোগিতা:

সিন্ডিকেটের মূল সদস্যরা হলেন, মাসুম বিল্লাহ (এসডিই, শের-ই-বাংলা নগর ৩ নং উপবিভাগ) টেন্ডার অনুমোদন ও বিল পাসে সরাসরি সুবিধা প্রদান, মিজানুর রহমান (নির্বাহী প্রকৌশলী, ঢাকা জোন) ভুয়া শিপমেন্ট যাচাই না করে অনুমোদন, রফিকুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম জোন) – UL listed নয় এমন Fire Pump গ্রহণে সহযোগিতা, আলমগীর হোসেন (নির্বাহী প্রকৌশলী, সদর দপ্তর) একই প্রতিষ্ঠানের দুটি নামের টেন্ডার অংশগ্রহণ বৈধতা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কোটি টাকার কমিশন ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।

আরইবি’র চেকেও ফাঁকি:
Rangpur Metal Industries Ltd. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (REB) কে ৬০০ কিলোমিটার D-27 কন্ডাক্টর সরবরাহের সময় ৭৫০টি খালি কন্ডাক্টর ড্রাম পাঠিয়েছে। প্রাক-পরিদর্শন ও গুদাম পরিদর্শনে দেখা গেছে, ৪০৪ নম্বর ড্রামে কোনো কন্ডাক্টর ছিল না। এছাড়া ২৯৯টি ড্রামের মধ্যে আরও কিছু খালি থাকতে পারে। আরইবি কর্তৃপক্ষ বিষয়টি পুনঃপরীক্ষার উদ্যোগ নিয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

ইউরোপীয় পণ্যের নামে ভারতীয় পণ্য সরবরাহ এবং ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। নকল Fire Pump ব্যবহার, কম মানের লিফট, নিম্নমানের কন্ডাক্টর সরবরাহ করা কারনে জননিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠানের দুটি নাম ব্যবহার, e-GP সিস্টেমে স্বচ্ছতার অভাবে সরকারি ক্রয় ব্যবস্থার দুর্বলতার চিত্র ফুটে উঠেছে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন ছাড়া এই ধরনের প্রতারণা সম্ভব নয়। অভিযোগ রয়েছে যে, সিন্ডিকেটের মাধ্যমে তারা সরকারি ক্রয় ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করছে।

সর্বপরি, প্রাণ-আরএফএল গ্রুপ ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের এই দুর্নীতি শুধু অর্থনৈতিক নয়, জনগণের জীবন ও নিরাপত্তার জন্যও বিপজ্জনক। সরকারি প্রকল্পে মানহীন যন্ত্রপাতি সরবরাহ ও টেন্ডারবাজি বন্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী

স্টাফ রিপোর্টারঃ  রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার (২ জানুয়ারি)। অথচ, তার আইনজীবী রবীন্দ্র ঘোষ এখনও ভারতে। হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ। এর আগে দেশটির একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে ২ জানুয়ারির আগেই দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ছেলের সঙ্গে থাকছিলেন তিনি। সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন তিনি। তবে, এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির দুইদিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন, তার

আরও পড়ুন
language Change