পুলিশের মিডিয়া উইংয়ের দায়িত্ব পেলেন এআইজি কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক॥

পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইংয়ের দায়িত্ব পেয়েছেন সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি উইংয়ের দায়িত্বে ছিলেন। সোমবার পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

এদিকে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের এআইজি মো. সোহেল রানাকে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি, ইন্সপেকশন-২ পদে বদলি করা হয়েছে।

 

নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

নীলফামারী প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ৩৫১ সদস্যের নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ৪ই জানুয়ারি ২০২৫ রাত ১১টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।

ঘোষণায় বলা হয়, আহ্বায়ক ১ জন, যুগ্ন আহ্বায়ক ১৬ জন,সদস্য সচিব ১জন, যুগ্ন সদস্য সচিব ১৫ জন, মুখ্য সংগঠক ১ জন, সংগঠক ২৭ জন, মুখ্যপাত্র ১ জন, ২৮৯ জন সদস্যকে নিয়ে নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। এই আন্দোলন ক্রমান্বয়ে গণ-অভ্যুত্থানে পরিণত হয় এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি সংগঠনটির নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। নতুন কমিটির মাধ্যমে আন্দোলনের কৌশল এবং লক্ষ্য আরো সুসংহত হবে বলে জানা যায়।

 

সবা:স:জু- ৬৫২/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম