তারিখ লোড হচ্ছে...

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিল

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিল

আন্তর্জাতিক রিপোর্ট:

কানাডায় পড়াশোনার জন্য আবেদনকারী ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার রেকর্ড পরিমাণে বেড়েছে। চলতি বছরের আগস্টে জমা দেওয়া প্রতি চারটি আবেদনের মধ্যে তিনটিই বাতিল করেছে কানাডা সরকার। অর্থাৎ,প্রায় ৭৪শতাংশ ভারতীয় শিক্ষার্থীর স্টাডি পারমিট আবেদন খারিজ হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়,একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য কানাডা ছিল অন্যতম জনপ্রিয় গন্তব্য। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন বিধিনিষেধ এবং ভিসা বাতিলের উচ্চ হার অনেককে এখন আবেদন থেকে নিরুৎসাহিত করছে। সরকারি তথ্য অনুযায়ী,২০২৩সালের আগস্টে ভিসা বাতিলের হার ছিল ৩২শতাংশ,যা ২০২৫সালের আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭৪শতাংশে। একই সময়ে ভারতীয় আবেদনকারীর সংখ্যা ২০হাজার ৯০০থেকে কমে ৪হাজার ৫১৫-এ নেমে এসেছে।

কানাডা সরকার জানিয়েছে,শিক্ষার্থী ভিসা জালিয়াতি ও অস্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে রাখতে দেশটি দ্বিতীয় দফায় আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা কমিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,২০২৩ সালে প্রায় ১,৫৫০টি জাল ভর্তি স্বীকৃতিপত্র ধরা পড়ে। নতুন যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে গত বছর আরও ১৪হাজারের বেশি জাল নথি শনাক্ত করা হয়। অটোয়ায় ভারতীয় দূতাবাস বলেছে,তারা ভিসা প্রত্যাখ্যানের হার সম্পর্কে সচেতন,তবে পারমিট অনুমোদনের সিদ্ধান্ত পুরোপুরি কানাডার এখতিয়ারভুক্ত। দূতাবাসের বিবৃতিতে বলা হয়,বিশ্বমানের বহু মেধাবী শিক্ষার্থী ভারত থেকে আসে এবং কানাডার বিশ্ববিদ্যালয়গুলো অতীতে তাদের প্রতিভা থেকে উপকৃত হয়েছে।

হাসপাতালে চিকিৎসক ঘুম রক্তক্ষরণে রোগীর মৃত্যু

হাসপাতালে চিকিৎসক ঘুম রক্তক্ষরণে রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় আহত সুনীল এক ব্যক্তি স্ট্রেচারে শুয়ে যন্ত্রণায় কাঁদছিলেন এবং রক্তক্ষরণ হচ্ছিল। কর্তব্যরত দুই জুনিয়র চিকিৎসক ভূপেশ কুমার রাই ও অনিকিত ঘুমাচ্ছিলেন। পরবর্তীতে আহত ব্যক্তিটি রক্তক্ষরণে মারা যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দুই জুনিয়র চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাটে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭টায় সুনীলের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ বিলম্বে চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে জিন্দাল দাবি করেছেন রোগী আগে থেকেই গুরুতর অবস্থায় ছিলেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা ঘুমাচ্ছেন। রোগী তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত সুনীল নামের এক ব্যক্তিকে লালা লাজপত রায় মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজে নিয়ে আসে পুলিশ। জরুরি বিভাগে ভর্তি করার সময় সুনীলের শরীর থেকে রক্ত ঝরছিল বলে জানা গেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একজন চিকিৎসক এসির সামনে টেবিলে পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। একজন নারী একটি শিশু ও প্রেসক্রিপশন হাতে নিয়ে চিকিৎসককে জাগানোর চেষ্টা করছেন। পাশেই হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সুনীল তার পা থেকে রক্ত ঝরছে।

ঘটনার সময় ডিউটি ইন চার্জ শশাঙ্ক জিন্দাল হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবে তদন্তের সময় জিন্দাল জানান অবহেলা ও পরিবারের অভিযোগের বিষয়ে জানার পরপরই তিনি হাসপাতালে এসে রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। এলএলআরএম মেডিকেল কলেজের অধ্যক্ষ আর সি গুপ্ত বলেন একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন জুনিয়র চিকিৎসক ঘুমাচ্ছেন যখন একজন রোগী সাহায্য চাচ্ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম