তারিখ লোড হচ্ছে...

১ ফেব্রুয়ারি যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

অনলাইন ডেস্কঃ

দেশের বিভিন্ন এলাকায় জাতীয় সংসদের পাঁচটি শূন্য আসনে উপনির্বাচন হবে আগামী বুধবার (১ ফেব্রুয়ারি)। নির্বাচনী এলাকাগুলোতে ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ উপজেলা এবং রাণীশংকাইল উপজেলা (ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ব্যতীত), বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা), বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা) আসনে উপনির্বাচন হবে। এসব এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।

১৬ ডিআইজি বদলি

 

হাফসা আক্তার:
একযোগে পুলিশের ১৬ ডিআইজিকে (উপ-পুলিশ মহাপরিদর্শক) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কর্মকর্তার মধ্যে- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তাছাড়া রংপুর রেঞ্জ ও রাজশাহী রেঞ্জ ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে- সিআইডির মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে সিআইডির ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মহানগরী পুলিশের পুলিশ কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞাকে হাইওয়ে পুলিশের ডিআইজি, রাজশাহী মহানগরী পুলিশের পুলিশ কমিশনার আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেনকে রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদকে অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. জামিল হাসানকে বরিশাল রেঞ্জ ডিআইজি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখা এসবির রখফার সুলতানা খানমকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি, ডিএমপির যুগ্মকমিশনার মো. জাকির হোসেন খানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো.মনিরুজ্জামানকে এসবির ডিআইজি, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকা ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ঢাকা ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম