তারিখ লোড হচ্ছে...

ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রায় ছাত্রদল উওরের বিশাল শোডাউন

 

রকি পাটওয়ারীঃ
বিএনপি আয়োজিত আজকের পদযাত্রায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিশাল শোডাউন,স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো মিরপুরের রাজপথ।সরকার বিরোধি আন্দোলন ও বিএনপির পূর্ব ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রার তৃতীয় দিনে ঢাকা মহানগর উত্তরের বিএনপির থানা ও ওয়ার্ডের লক্ষ লক্ষ নেতাকর্মীদের অংশগ্রহনে দুপুর দুই ঘটিকায় রাজধানীর গাবতলী থেকে মিরপুর ১০ নাম্বারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রার আনুষ্ঠানিকতা শেষ করে বিএনপি।ঢাকা মহানগর উওর ছাত্রদলের সদ্য কারামুক্ত সভাপতি মেহেদী হাছান রুয়েল ও সাধারণ সম্পাদক রাসেল বাবুর নেতৃত্বে পদযাত্রায় অংশগ্রহন করে বিভিন্ন কলেজ থানা ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবিন্দ,পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রাজিব আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক সাগর বাবু,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন,সহ সভাপতি সালাউদ্দিন,রকি পাটওয়ারী,লিখন ইসলাম,সাঈদুর রহমান এ্যানি,সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ।

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার:

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে, গরমের অনুভূতি গতকালের তুলনায় কিছুটা কমতে পারে। একই সঙ্গে ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্নসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এতে আরও জানানো হয়, সোমবার সকাল ৬টার দিকে ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। আর গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া, খুলনা বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত (কমতে) হতে পারে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম