তারিখ লোড হচ্ছে...

৫৩ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি রুবেলকে হত্যার চেষ্টা : থানায় অভিযোগ

রাহিমা আক্তার মুক্তা:

রাজধানী উত্তরা তুরাগ থানাধীন ৫৩ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি মোঃ রুবেলকে ০৫-০২-২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় তার দলীয় কাজ শেষ করে বাসায় প্রবেশের সময় একদল সশস্ত্র সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এ বিষয় নিয়ে মারাত্মক আহত রুবেল তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, মোঃ রুবেল, পিতা- আঃ জব্বার, সাং- দিয়াবাড়ী, থানা- তুরাগ, ডিএমপি, ঢাকা। দলীয় কাজ শেষে বাসায় প্রবেশের সময় বিআরটিএ’র পিছনে পৌঁছা মাত্র অভিযোগে উল্লেখিত বিবাদী আসাদ (৪৫), পিতা- মৃত সাব মিয়া, ২। মোঃ নাসির (৪০), পিতা- লেহাজ, ৩। মোঃ সুমন (৩৫), পিতা- জজ মিয়া, সর্বসাং- দিয়াবাড়ী, সর্বথানা- তুরাগ, ঢাকা সহ অজ্ঞাত ১৪-১৫ জন লোক কোন কারণ ছাড়া রুবেলকে এলোপাতাড়ি ভাবে মারধর করিয়া হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এক পর্যায়ে রুবেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযোগে উল্লেখিত বিবাদীরা রুবেলকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রুবেল আশেপাশের লোকজনকে ঘটনাটি জানাইয়া টঙ্গী সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করে। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এলাকার লোকজনের সাথে আলাপ করলে জানা যায়, হত্যা করার চেষ্টাকারীরা উল্টো রুবেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে থানা পুলিশের নিকট আত্মীয় স্বজন নিয়ে আতাত চালাচ্ছে। এ বিষয় নিয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি জানান, রুবেলের অভিযোগটি আমরা পেয়েছি। উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার স্যারের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকার লোকজন আরোও জানায়, ব্যক্তিগত ভাবে রুবেল একজন ভালো মনের মানুষ। সে তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। করোনা কালীন সময় থেকে শুরু করে যেকোন সংকট দুর্যোগে এলাকার বিভিন্ন মানুষের সুখে দুঃখে রুবেলকে সবসময় কাছে পাওয়া যায়।

একটি কু-চক্রী মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। রুবেলকে মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দিয়ে এই চক্রটি ঘৃণ্য ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। রুবেলের ছোট ভাই রতন ও পাপ্পুকেও অপবাদ দেওয়া সহ তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এবং শ্রমিক লীগের রাজনীতি থেকে রুবেলকে দূরে সরানোর লক্ষ্যে এই হত্যার চেষ্টা হতে পারে বলে এলাকার সাধারণ ধারণা জনগণ।

স্ত্রীর স্বর্ণালংকার নিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর স্বর্ণালংকার নিতে বাধা দেওয়ার দুর্বৃত্তদের হামলায় এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম হাসিবুল ইসলাম ওরফে বাদশা (৪০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার ইলোহার গ্রামের বাসিন্দা। তবে শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকায় শ্বশুর মোহাম্মদ আলীর বাড়িতে থাকতেন। সেখানে তাঁর একটি ওষুধের দোকান আছে।

ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের একজন মো. রুবেল কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকার বাসিন্দা। আটক ব্যক্তিরা হলেন রুবেলের ভাই অন্তর ও মো. রোমান। তাঁদের বাড়িও একই এলাকায়।

ঘটনার বর্ণনায় হাসিবুলের শ্যালক আবু হানিফ বলেন, তিনি, হাসিবুল, তাঁর স্ত্রী ও চার সন্তান মিলে একটি প্রাইভেট কারে ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন। গতকাল রাত আড়াইটার দিকে কেওয়া পশ্চিমখণ্ড মসজিদ মোড় এলাকার তাঁদের বাড়ির সামনে গিয়ে গাড়ি থামানো হয়। এ সময় সেখান থেকে নেমে বাইরে দাঁড়ান হাসিবুলের স্ত্রী ও অন্যরা। হাসিবুল ঘরের চাবি আনতে বাড়ির অদূরে তাঁর দোকানের দিকে গেলে হঠাৎ ৮ থেকে ১০ জন তরুণ-যুবকের দল সেখানে উপস্থিত হয়। তারা জোর করে হাসিবুলের স্ত্রীর শরীর থেকে স্বর্ণালংকার খুলে নেয়। তখন বাধা দিলে সেখানে উপস্থিত একজনকে আঘাত করে দুর্বৃত্ত দলের সদস্যরা। এ সময় দোকান থেকে চাবি নিয়ে ঘটনাস্থলে ফিরে গিয়ে হামলাকারীদের মধ্যে মো. রুবেল নামের এক ব্যক্তিকে চিনে ফেলেন হাসিবুল। রুবেলের নাম ধরে ডেকে তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন হাসিবুল। একপর্যায়ে রুবেলসহ অন্যরা ইট দিয়ে হাসিবুলের শরীরে আঘাত করেন। জখম হয়ে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে একই গাড়িতে করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ১৮ মার্চ একই এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ওই এলাকার বাসিন্দা মো. সিহাবের মৃত্যু হয়। প্রতি রাতে ওই সড়কে মোটরসাইকেলে মহড়া দেয় কিশোর ও তরুণদের কয়েকটি দল।

হাসিবুলের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।

সবা:স:জু- ৬১১/২৫

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা