পাবনা সংবাদদাতাঃ
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মতিঝিল বাজার হতে মতিঝিল উচ্চ বিদ্যালয় অভিমুখী রাস্তার আরসিসি ঢালায়ের ও মতিঝিল উচ্চ বিদ্যালয়ের আর এফ (জিপিএস) ডিজিটাল হাজিরা কার্ডের শুভ উদ্বোধন। শনিবার (২২- নভেম্বর) সকালে দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা মতিঝিল উচ্চ বিদ্যালয়ের রাস্তার উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন, মতিঝিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুদ্দীন মোল্লার সন্তান ইব্রাহিম মোল্লা, আনিসুর রহমান, আনজু মোল্লা, প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হক মোল্লার সন্তান ডাঃ সমসের মোল্লা, রবিউল ইসলাম, ইউপি সদস্য রেবেকা সুলতানা, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, উপজেলা পোস্ট মাষ্টার আব্দুল জব্বার, উপজেলা শাকতৃক পোস্টাল মাষ্টার ইয়াছিন আলী বিশ্বাস, পাটেশ্বর প্রাইমারি স্কুলের শিক্ষক আবুল কাশেম, ৮ নং ওয়াডের সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ।
দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা বলেন, আটঘরিয়া উপজেলায় এই প্রথম কোন স্কুল কতৃপক্ষ এমন উদ্যোগ গ্রহণ করেছেন যা প্রসংশা দাবিদার। এভাবে সকল স্কুলকে ডিজিটালাইজ করা হবে। খুব দ্রুত স্কুলটির মেইন গেট সহ বাউন্ডারি পাচীর করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রতিষ্ঠানটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, মতিঝিল বাজার হতে স্কুল পর্যন্ত রাস্তাটি সকলের জন্য খুব জরুরী ছিল যা চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে আজ শুরু হল। যা অত্র এলাকার জন্য মাইলফলক হয়ে থাকবে। এমন ক্রীড়া সংঘটক, তরুণ প্রজন্মের আইকন চেয়ারম্যানকে বারবার চাই। দেবোত্তর ইউনিয়নের অসমাপ্ত ও অবহেলিত কাজ গুলো রতন মোল্লার সার্বিক সহোযোগিতায় সম্পন্ন হচ্ছে যা যুগান্তকারী এমন কাজ আরও করার জন্য আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত