স্পোর্ট্স ডেস্কঃ
এ মৌসুমে উড়ছিল বায়ার্ন মিউনিখ। টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকে প্রতিপক্ষের মনে মূর্তিমান আতঙ্কের নাম ছিল তারা। তবে গতকাল তাদের মাটিতে নামায় আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বাভারিয়ানদের ৩-১ গোলে হারের তিক্ত স্বাদ দেয় গার্নাররা। ১৯তম ম্যাচে প্রথম পরাজয় দেখেছে ভিনসেন্ট কোম্পানির দল। অপরাজিত যাত্রায় ছেদ পড়লেও চিন্তিত হওয়ার কিছু দেখছেন না হ্যারি কেইন। প্রথমার্ধে ১-১ সমতার পর দ্বিতীয়ার্ধের ভুলে বায়ার্ন প্রথম হার দেখেছে বলে মনে করেন কেইন। বায়ার্নের স্ট্রাইকার বলেছেন,দ্বিতীয়ার্ধে আমরা একই রকম শক্তি ও নিবেদন নিয়ে খেলতে পারিনি।
ডুয়েলসে বেশ বল হারিয়েছি। এই মৌসুমে আমাদের প্রথম হার। এ নিয়ে তাই চিন্তিত হতে চাই না। তবে অবশ্যই এখান থেকে আমাদের শিখতে হবে।ইংলিশ ক্লাবের কাছে এবার হারলেও সামনে দেখে নিতে চান কেইন। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বে দেখা হলে প্রতিশোধ নেওয়ারই ইঙ্গিত দিয়ে রেখেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার। এই মৌসুমে সব মিলিয়ে ২৯ গোল করা স্ট্রাইকার বলেছেন, চ্যাম্পিয়নস লিগের পরের পর্বে আর্সেনালের বিপক্ষে আমাদের আবার দেখা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত