নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী উন্নয়ন কতৃপক্ষের জোন -৫/১ এর প্রধান ইমারত পরিদর্শক মো: সাব্বির হোসেনের বিরুদ্ধে ভবন মালিক শিবলীর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। গত ২৬/১১/২০২৫ তারিখে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে নিয়মবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে রাজউক এর মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন মো: বেলায়েত হোসেন।
অভিযোগকারী ভবন মালিক শিবলী বলেন, রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) ২৬/১১/২০২৫ তারিখের মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযানে আমার ভবন ভাঙ্গাবে না বলে রাজউক জোন ৫/১ এর প্রধান ইমারত পরিদর্শক মো: সাব্বির হোসেন আমার থেকে অনেক গুলো টাকা নেয়। আমার ভবনের প্ল্যান নাই এটা আমি স্বীকার করছি তবে টাকা নেয়ার পরেও কেন আমার ভবনটি ভেঙ্গে দিলো?
অভিযুক্ত মো: সাব্বির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ভূল স্বীকার করেন। তা ছাড়া আমি যদি ভবন মালিকের কাছ থেকে কোন প্রকার সুবিধা গ্রহন করতাম তা হলে তো আমি তার ভবন উচ্ছেদ করতাম না।
রাজউক জোন -৫/১ এর অথোরাইজড অফিসার সাঈদা ইসলামের সাথে এই বিষয়ে কথা হলে তিনি বলেন, যে ব্যাক্তি অভিযোগ করেছিলেন তিনি আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন তিনি রাগের মাথায় এই অভিযোগটি করেছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত