তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্ম বিরতি শুরু জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পরীক্ষার হলের দায়িত্বে অভিভাবকরা বরিশালে ভুয়া চিকিৎসক আটক কক্সবাজারের পর্যটন শৃঙ্খলা আনতে তৎপর ট্যুরিস্ট পুলিশ খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের শক্তি ও প্রেরণার উৎস : তারেক রহমান বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি! মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০ ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের নতুন কমিটি ঘোষণা সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন  দক্ষিণখানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ : কমিশন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন রাজউক এর সিআই সাব্বিরের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা সাগর–রুনি হত্যা মামলার তারিখ ১২২ বার পেছাল বন অধিদপ্তরে দুর্নীতির শাস্তির বদলে পদোন্নতি বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ সারা দেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ তিন বছর বয়সে সার্ভিয়া হাসান গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সেনা অভিযানে সহকারী কালেক্টর আটক নির্দিষ্ট স্টেশন না থাকায় যানজটের ভোগান্তি শিশুদের স্বাস্থ্য সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান এমপি হতে পারলে বাকি এমপিদের খবর আছে বিজিবির অভিযানে গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার ইনশাল্লাহ এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ১৯ দেশের নাগরিকদের পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র ইমরান খান জীবিত আছেন কিনা, প্রশ্ন ছেলের ডেঙ্গুতে একদিনে ভর্তি ৪১০ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বিজিবি কর্তৃক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন ফখরুল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দুর্নীতিতে আমাদের অভিজ্ঞতা নাই এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা গণতন্ত্রে ফেরার অপেক্ষায় গোটা জাতি: মির্জা ফখরুল ভুয়া মুক্তিযোদ্ধা সনদে বিসিএস ক্যাডার সাবেক ছাত্রলীগ নেতা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু ১৫০ আসনে জয়ের টার্গেটে জামায়াত ইউক্রেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পুতিনের বাংলাদেশে পাটভিত্তিক বিনিয়োগে আগ্রহী চীন ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য এজাজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি!

বিশেষ প্রতিনিধি ॥
যমুনা অয়েলের ফতুল্লা ডিপোর বিশাল অংকের ডিজেল গায়েব ঘটনার রেষ এখনো কাটেনি৷ নতুন করে প্রতিষ্ঠানটিতে ঘিরে ফের শুরু হয়েছে বির্তক। তবে এবারের বিতর্কের বিষয় দুর্নীতিবাজ কর্মকর্তা মো: মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক । অবশ্য ২৭ নবেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত বিতর্কিত এই কর্মকর্তাকে ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্ব পালনের জন্য অফিস আদেশ দেয় । শেষ পর্যন্ত তিনিই হতে যাচ্ছেন এমডি, এমনটাই আশংকা করছে যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা। দীর্ঘ সতের বছর ধরে যমুনা অয়েলে একটি শক্তিশালী তেল চুরির সিন্ডিকেটের নেতৃত্বে ছিল প্রতিষ্ঠানটির ডিজিএম হেলাল উদ্দিন ও এই মাসুদুল ইসলাম। তবে তেল চুরির সিন্ডিকেট প্রধান ডিজিএম হেলাল উদ্দিনের চাকরি থেকে অবসরে গেছেন ৩০ নবেম্বর, তবে তিনি বৃহস্পতিবার অফিসের সকলের কাছ থেকে বিদায় নিয়েছে। এদিকে প্রতিষ্ঠানটির এমডি মুস্তফা কুদরুত -ই ইলাহিও চাকরি থেকে অবসরে গেছেন ৩০ নবেম্বর। ইতিমধ্যে তিনি ২৭ নবেম্বর পুর্নরায় তার পুরানো কর্মস্থল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন যোগদান করে, এরফলে এমডি পদটি খালি হয়৷ যদিও মুস্তফা কুদরুত-ই ইলাহিকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে বিপিসিকে চিঠি দিয়েছিল যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ। কিন্তু তার বিরুদ্বেও রয়েছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এরফলে তার নতুন করে নিয়োগের বিষয়টি আমলে নেয়নি সংশ্লিষ্ট দপ্তর জালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এদিকে মাসুদুল ইসলাম একই সাথে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মানবসম্পদ, মহাব্যবস্থাপক বিপনন এবং কোম্পানি সচিব। তিনটি পদ তিনি একাই দখল করে রেখেছে। ৩রা নবেম্বর তাকে আবার বিটুমিন সরবরাহ কমিটির আহবায়কের দায়িত্বও দেয়া হয় । এবার নতুন করে যোগ হলো ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্ব পালনের বাড়তি পরিধি। মার্কেটিং কিংবা হিউম্যান রির্সোস ম্যানেজমেন্টের উপর নুন্যতম কোন ডিগ্রী নাই৷ অথচ যমুনা অয়েলের প্রধান কার্যালয়ে রয়েছে এই কর্মকর্তার পৃথক পৃথক তিনটি চেম্বার। অফিসারদের চেম্বার বন্টনের দায়িত্বেও তিনি ।এর সব কিছুর মুলে প্রতিষ্ঠানটির সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুত -ই ইলাহির আর্শীবাদে। অথচ ২০১৬ সালে যমুনা ওয়েলের আভ্যন্তরিন একটি তদন্ত কমিটি রিপোর্টে মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অভিযোগের প্রমাণ পেয়েছে। তৎকালীন সময়ে তদন্ত কমিটি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশও করেছিল। এদিকে প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তাদের জন্য গাড়ি কেনার জন্য ঋন দেয়া হয় একবার কিন্তু মাসুদুল ইসলাম ঋন নিয়েছে দুবার। তবে দ্বিতীয় বার ঋন নিয়ে গাড়ী কিনেনি, ঋনের পুরো বিশ লাখ শেয়ার বাজারে বিনিয়োগ করেছে। বিষয়টি জানাজানি হলে বছর খানিক পরে ঋনের পুরো টাকা প্রতিষ্ঠানে ফেরত দিতে বাধ্য হয়৷ এরকম একজন দুর্নীতি বাজ কর্মকর্তা এমডি হলে প্রতিষ্ঠানটিতে দুর্নীতি মাত্র আগের চেয়েও বেড়ে যাবে, এমনটাই জানান যমুনা অয়েলের একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা। তারা আরও বলেন মাসুদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে এমডির রুটিনের দায়িত্ব পালনের, অথচ তার সিন্ডিকেটের অন্যতম চার সদস্য তাকে এমডি সম্বোধন করে অভিনন্দন জানাচ্ছে যমুনা অয়েলের ওয়াটসআ্যাপে গ্রুপে। অভিনন্দন জানানো হোয়াটসআ্যাপে গ্রুপের স্কিন শর্টগুলো আমাদের কাছে হস্তগত হয়েছে । এই তালিকায় আছে ইন্জিনিয়ার কাজল সরকার, সিনিয়র অফিসার অপারেশন, আমেনা খাতুন ডেপুটি ম্যানেজার অডিট, হনুফা আক্তার খুকী ডেপুটি ম্যানেজার ( এইচ আর) ও তানভীর এলাহী৷ তাদের অভিনন্দনকে ঘিরে খোদ যমুনা অয়েলেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে দায়িত্ব পেয়ে পিছিয়ে নেই মাসুদুল ইসলামও। যেদিন ব্যবস্থাপনা পরিচালকের রুটিন এর দায়িত্ব পায় , সেদিনই অর্থাৎ ২৭ নবেম্বর প্রতিষ্ঠানটির সব চেয়ে বেশী দুর্নীতিবাজ কর্মকর্তা ডিপো অপারেশন ইনচার্জ শেখ জাহিদ আহমেদকে পদায়ন করে এজিএম (ডি, বি) ইনচার্জের মতো একটি গুরুত্বপূর্ণ পদে।
অনুসন্ধানে জানা গেছে নিয়োগ, পদোন্নতি, বদলী সব কিছুতে ছিল মাসুদুল ইসলামের একক নিয়ন্ত্রণ। কর্মকর্তা কিংবা কর্মচারী অফিসে উপস্থিতি বা অনুপস্থিতির বিষয়টি দেখভালের দায়িত্বও জিএম এইচ আর সেকশনের। এদিকে যমুনা অয়েল লেবার ইউনিয়নের সভাপতি আবুল হোসেনকে ইপিজেড থানা পুলিশ গ্রেফতার করে ২০ জুলাই ২০২৫। অথচ মজার বিষয় হলো ৯ আগষ্ট পর্যন্ত আবুল হোসেনকে অফিসে হাজিরা দেখানো হয়েছে ।২০ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত অর্থাৎ এই বিশ দিনের বিষয়ে অফিসিয়াল ভাবে কিছুই বলা হয়নি । এরপরও প্রায় পাঁচ মাস মাস ধরে অফিসিয়ালি অনুপস্থিত সিবিএ নেতা আবুল হোসেন । তবে জেলখানা থেকে ছুটির আবেদন করে এই সিবিএ নেতা, আবার সেই ছুটির আবেদন মন্জুর করে জিএম এইচ আর মো: মাসুদুল ইসলাম। শুধু আবুল হোসেনের বেলাতেই নয়, বিগত ফ্যাসিষ্ট সরকারের সুবিধাবাদীদের ভালো জায়গায় পোষ্টিং ও পদোন্নতি দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷ কোন নীতিমালা ও বিভাগীয় প্রধানদের সুপারিশ তোয়াক্কা না করে মোটা অংকের টাকার বিনিময়ে গত বছরের আগষ্টে তার ইচ্ছে মতো পাঁচ জনের নামের প্রস্তাব পাঠায় পদোন্নতি সভায়। পরবর্তীতে সকলেই পদোন্নতিও পায়৷ যমুনা অয়েল সুত্রে জানা গেছে ২০২৫ সালের ৩১ আগষ্ট মাসুদুল ইসলামের স্বাক্ষরিত পদোন্নতি প্রাপ্ত তালিকাদের মধ্যে অন্যতম হলো কুতুবউদ্দিন হোসেন৷ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জুনিয়র অফিসার পদে পদোন্নতি পাওয়া কুতুবউদ্দিন হলো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামিলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আজম নাসিরের চাচাতো ভাই । বিগত আওয়ামিলীগ সরকারের আমলে আজম নাসিরের হাত ধরেই তার চাকরীতে যোগদান। তবে চাকরিতে যোগ দেয়ার পর থেকেই অফিসের কোন শৃঙ্খলা তোয়াক্কা করেননি। ইচ্ছে হলে অফিসে এসেছে ইচেছ না হলে আসেনি। তার এহেন কর্মকাণ্ডের জন্য একবার খুলনা বিভাগীয় অফিসে বদলী করা হলেও আজম নাসিরের ক্ষমতার দাপটে সেই বদলি স্থগিত হয়ে যায়৷ কিন্তু বিতর্কিত এই কর্মচারীকে নিজের ইচেছমতো পদোন্নতি দিয়েছে জিএম এইচ আর মাসুদুলু ইসলাম। দ্বিতীয় পদোন্নতির তালিকায় আছে মো: সহীদুল আলম, তাকেও ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জুনিয়র অফিসার পদে পদোন্নতি দেয়া হয়েছে । তার চাকরিও হয়েছে বিগত আওয়ামিলীগ সরকারের আলমে, তাও আবার রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর আর্শীবাদে। এছাড়া সহীদুল আলম ছিল ছাত্রলীগের সাবেক দুর্ধর্ষ ক্যাডার ও রাউজান ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের মনোনীত সাবেক ভিপি । বিগত সরকারের আমলে একদিনের জন্যও অফিসে যেতে হয়নি তাকে। কিন্তু তাকে দেয়া হয়েছে পদোন্নতি । পদোন্নতির তালিকায় আরও আছে ছাত্রলীগের ক্যাডার শেখ কামাল, ইকরাম ও মীর আরিফ। তাদের প্রত্যেককে কেরানি থেকে জুনিয়র অফিসার পদোন্নতি দেয়া হয়েছে ।
বরাবরই দুনীর্তিবাজদের পক্ষে অবস্থান মাসুদুল ইসলামের। প্রতিষ্টানের ভিতরে যে কোন অনৈতিক সিদ্ধান্ত নিতে তিনি নুন্যতম দ্বিধা করেনা। যেমন এজিএম অপারেশন (ডিপো) শেখ জাহিদ আহমেদ এবং ম্যানেজার, ডিপো ইনচার্জ ফতুল্লা ডিপো, মোহাম্মদ আসলাম খান আবু উলায়ীর বিরুদ্ধে সম্প্রতি ফতুল্লা ডিপোতে পৌনে চার লাখ লিটার ডিজেল গায়েবের সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে । তদন্তের স্বার্থে এই দুজনকে সাময়িক বরখাস্ত করার কথা , কিন্তু উল্টো পদোন্নতি তালিকায় এদের নামের প্রস্তাব পাঠায় মাসুদুল ইসলাম । যমুনা সুত্রে জানা গেছে ২৩ অক্টোবর ২০২৫ প্রতিষ্ঠানটির পদোন্নতি সভা ছিল । বিকেল ৫’১৫ মিনিটে ঢাকা লিয়াজো অফিসে এই সভায় যমুনা অয়েল, বিপিসির নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ছাড়াও মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব ( পরিকল্পনা -২ অধি শাখা) আসমা আরা বেগম । একাধিক সুত্রে নিশ্চিত হওয়া গেছে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাবিত নামের তালিকায় শেখ জাহিদ আহমেদ ও মোহাম্মদ আসলাম খান আবু উলায়ীর নাম দেখে জোড় আপত্তি তুলেন এই উপসচিব। সকলকে পদোন্নতি দেয়া হলেও শুধু স্থগিত করা হয় দুর্নীতিবাজ এই কর্মকর্তার বেলায়। কিন্তু সেই শেখ জাহিদ আহমেদকে গেল বুধবার মাসুদুল ইসলাম পদায়ন করেছে গুরুত্বপূর্ণ পদে।
সম্প্রতি ফতুল্লা ডিপোতে পৌনে চার লাখ লিটার ডিজেল গায়েব হওয়ার ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সব কটি তদন্ত কমিটির মুখোমুখি হয়ে কথা বলেছে ফতুল্লা ডিপোর অফিসার ( অপারেশন) ইমরান হোসেন। তিনি তুলে ধরার চেষ্টা করেছে হেলাল উদ্দিন, মাসুদুল ইসলাম সিন্ডিকেটের অন্যতম খলিফা জয়নাল আবেদীন টুটুলের বিভিন্ন অনিয়মের ফিরিস্তি ও তেল চুরির কাহিনি। তবে তার এই প্রতিবাদই শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাড়ায় । ২৪ নভেম্বর মাসুদুল ইসলামের স্বাক্ষরে তাকে বদলী করা হয়েছে ঢাকা বিভাগীয় বিক্রয় অফিসে ( অফিসার সেলস পদে)। এদিকে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও জয়নাল আবেদীন টুটুলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াতো দুরের থাক, নুন্যতম বদলীর ব্যবস্থা পর্যন্ত নেয়নি। এই দুই জনের অন্যত্র বদলীর ব্যাপারে প্রশ্ন উঠলেই মাসুদুল ইসলামের সেই পুরানো ডায়লগ, নির্বাচিত সিবিএ নেতাদের বদলী করার ক্ষেত্রে কিছু জটিলতা আছে । কিন্তু চলতি বছরের ২৮ আগষ্ট বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জালানি ও খনিজ সম্পদ বিভাগ আইন শাখা হতে সিনিয়র সহকারী সচিব ( অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিপিসিকে দেয়া চিঠিতে বদলির বিষয়টি স্পষ্ট করে। সেই চিঠিতে বলা হয় শ্রম আইনের ১৮৭ নং ধারায় কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি (ও সাধারণ সম্পাদক সহ কোন কর্মকর্তাকে তাহাদের) সম্মতি ব্যতিরেকে একজেলা থেকে অন্য জেলায় বদলী করা যাবেনা। তবে জালানি সেক্টরের জন্য এধারা প্রযোজ্য হবেনা।
২০২০ সালের ২১ জুনে মাসুদুল ইসলাম ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিম ( একাউন্টস)। সেসময় জিএম অপারেশন বরাবর তার দেয়া একটা চিঠির বিষয়বস্তু হলো তেলের ক্ষতি প্রসঙ্গে। সেই চিঠিতে বলা হয়, মংলা অয়েল ইনষ্টেশন ডিপোর এপ্রিল ২০২০ মাসের এফও এর ট্যাংকে মজুদ এবং লাভ / ক্ষতির সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে দেখা যায় যে, তেলের কোনো ধরনের অপারেশন বিহীন ২০ এপ্রিল ২০২০ তারিখে ৩১° সে: তাপমাত্রায় মোট ২৯৯২৫ লিটার কার্যকালীন ক্ষতি দেখানো হয়েছে। উল্লেখিত ক্ষতি কিভাবে সমন্বয় করা হবে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা এবং সদয় সিদ্ধান্ত প্রদানের জন্য অনুরোধ করা হলো । তবে এই ঘটনার পাঁচ বছর হয়ে গেলেও কোন সুরাহা হয়নি । অভিযোগ উঠেছে এই ঘটনার সাথে অভিযুক্ত তৎকালীন মংলা ডিপো ইনচার্জ আনিসুর রহমানকে বরিশাল ডিপোর মতো ভালো জায়গায় পোষ্টিংয়ের ব্যবস্থা করে দেয় এই মাসুদুল ইসলাম। এরকম অসংখ্য অভিযোগ মাসুদুল ইসলামের বিরুদ্ধে। এত কিছুর পরেও তিনিই নিয়োগ পেতে যাচ্ছেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের এমডি পদে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপি অফিস ভাংচুরের অভিযোগ ছাত্রলীগের সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রলীগের সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা মেহেরপুরের গাংনীতে বিএনপি অফিস ভাংচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গাংনী পৌর যুবদলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটট আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেয়া হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে,গত ১৩ আগষ্ট সকাল সাড়ে ১১ টার সময় মামলার আসামী ছাত্রলীগ নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিত ভাবে বিএনপি অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র,মোটরসাইকেল ভাংচুর,সাইবোর্ড ছিড়ে দেয় এমন অভিযোগ তুলে মামলা করা হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন,রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে অসত্য তথ্য তুলে ধরে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজনৈতিক ভাবেই মামলা মোকাবেলা করা হবে। মামলার বাদী গাংনী

আরও পড়ুন
language Change