তারিখ লোড হচ্ছে...

আজ খুলে দেয়া হবে কালশী উড়াল সড়ক

অনলাইন ডেস্কঃ

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) খুলে দেয়া হবে কালশী উড়াল সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে এর উদ্বোধন করবেন। এই উড়াল সড়কের ফলে বদলে যাবে রাজধানীর কালশী, মাটিকাটা, সাগুফতা ও মিরপুর ডিওএইচএস এলাকার চিত্র। সুফল পাবে লাখ লাখ মানুষ। যানজটে নাকাল হতে হবে না যাত্রীদের।

এই উড়ালসড়ক চার লেনের, দৈর্ঘ সোয়া দুই কিলোমিটারেরও বেশি। যার শুরু হয়েছে বাউনিয়াবাঁধ এলাকা থেকে। কালশী মোড়ে এসে উড়াল সড়কের একটি অংশ বাঁয়ে মোড় নিয়ে পূরবীর দিকে গেছে। অন্য অংশটি চলে গেছে মিরপুর ডিওএইচএওস এর দিকে। উড়ালসড়কে উঠা-নামার জন্য রয়েছে পাঁচটি মুখ।

এ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সড়ক, ফুটপাত ও ড্রেনের উন্নয়ন কাজও করা হয়েছে। তাই বর্ষা মৌসুমে আর জলজটে ডুবতে হবে না সেখানকার বাসিন্দাদের।

স্থানীয় সরকার বিভাগের এ প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ। খরচ হয়েছে ১ হাজার ১২ কোটি ১১ লাখ টাকা। ১৮ সালে শুরু হওয়া এই কর্মজজ্ঞ শেষ হওয়ার কথা ছিল জুনে। তবে চার মাস আগেই শেষ হয়েছে কাজ।

সূত্রঃ যমুনা টিভি

ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিজিএপিএমইএ-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

ইস্টার্ন ইউনিভার্সিটি এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. শহিদ আখতার হোসেন এবং বিজিএপিএমইএ-এর সভাপতি আল শাহরিয়ার আহমেদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা সেখ বসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা।

বিজিএপিএমইএ সদস্যদের পরিচিত শিক্ষার্থীরা ১০ শতাংশ বিশেষ টিউশন ফি মওকুফ পাবেন, যা বিশ্ববিদ্যালয় এবং অ্যাসোসিয়েশনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।

গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং এক্সপো মেলার এডুকেশন পার্টনার হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটি মেলায় একটি স্টল বসিয়েছে এবং মেলার শেষদিন ১১ জানুয়ারি পর্যন্ত উপস্থিত থাকবে। যেখানে তারা আগতদের জন্য মূল্যবান দিকনির্দেশনা এবং তথ্য প্রদান করবে।

 

সবা:স:জু- ৭১৬/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম