তারিখ লোড হচ্ছে...

ধর্মের টানে’ অভিনয়কে বিদায়

হাফসা আক্তার॥
ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য অভিনয় জগতকে বিদায় জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। এখন থেকে আর কোনো নাটক-সিনেমায় কাজ করবেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়াজ নিজেই। পোষ্টে ফায়াজ লিখেছেন, ‘এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, কিছুদিন যাবত আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে তেমন দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। আনাম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ পেলেন ৫ কৃতিমান লেখক

স্টাফ রিপোর্টারঃ

ছোটদের পত্রিকা কানামাছি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, বিকেল ৪টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
কানামাছি আজীবন সম্মাননা পেলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং তরুণ শাখায় পুরস্কার পেলেন- শামীম হাসনাইন ও নজরুল ইসলাম শান্তু (ছড়া-কবিতায়), মাহবুবা ফারুক (গল্পে) এবং হালিম নজরুল (গদ্যে)।

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, কবি ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক আখতার হুসেন, শিশুসাহিত্যিক আসলাম সানী, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি ও গবেষক মজিদ মাহমুদ, শিশুসাহিত্যিক রমজান মাহমুদ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম