তারিখ লোড হচ্ছে...

তারাকান্দায় মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন

ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে জাঁকজমক ভাবে তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সোমবার (২৭ফেব্রুয়ার) সকাল ১১টায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব ফজলুল হক।সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার,নাঈমুর রহমান উজ্জ্বল,আব্দুর রহমান তালুকদার,তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাগর তালুকদার,নাজমুল হক ও সাংবাদিক সোহেল রানা,ফজলে এলাহি ঢালি,শামিম হোসাইন,সেকান্দর আলি ও জাকির হোসেন।

এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে আওয়ামী লীগ নেতা ও তাঁর ভাইয়ের বাড়ির মালামাল

রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও তাঁর প্রতিবেশী ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। দুই পরিবারের দাবি, আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে পাশাপাশি দুই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

লুট হওয়া এক বাড়ির মালিক মো. জয়নাল আবেদীন। তিনি গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া পাশের বাড়িটি তাঁর ভাই মো. আবদুল হালিমের। তিনি বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ঘটনার প্রসঙ্গে মো. জয়নাল আবেদীন বলেন, একতলা বাড়ির সদর দরজায় ভোররাত চারটার দিকে হঠাৎ অস্বাভাবিক শব্দ শুনতে পান তাঁরা। জেগে উঠে দরজার ওই পাশের লোকজনের পরিচয় জানতে চান তিনি। এ সময় সজোরে দরজা ভাঙা শুরু করে দুর্বৃত্তরা। এতে ভয় পেয়ে স্ত্রীকে নিয়ে পেছনের দরজা দিয়ে তিনি বেরিয়ে দূরে চলে যান। এ সময় লুটপাট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মো. জয়নাল আবেদীনের ভাষ্য, ‘ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে কি না, বুঝতে পারছি না। আমি ৯ থেকে ১০ বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করতাম। এখন কোনো পদ নেই আমার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম