তারিখ লোড হচ্ছে...

গণঅভ্যুত্থানের বিকল্প নেই: ফখরুল

স্টাফ রিপোর্টার॥

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৪ বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি। এবার জনগণকে সঙ্গে নিয়ে একটি গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই। আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করতে চাই। গাজী রুহুল আমিন আজ সেই সংগ্রামটাই করছেন, সেই লড়াইটাই করছেন। রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অনেকে সংবিধানের কথা বলছেন। কিসের সংবিধান? সরকার যেটা মুখে বলে সেটাই সংবিধান।

আজ আপনারা কোথায় বিচার চাইবেন? বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে সাত বছর সাজা দেয়া হয়েছে, আর সেটা হাইকোর্টের যাওয়ার পর ১০ বছর করা হয়েছে। যে মামলার ভিত্তি নেই। যে মামলায় দুই কোটি টাকার কথা উল্লেখ করা হয়েছে, সেটি এখন ওই ব্যাংকে আট কোটি টাকা হয়েছে। এই প্রশ্নগুলো এখন করে আর লাভ নেই।
বিএনপি মহাসচিব বলেন, গত ১৪ বছর ধরে দেখছি, আমরা প্রেসক্লাবের বাইরে দাঁড়াবো সেটা দিচ্ছে না। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলবো সেটাও তারা দিচ্ছ না। অর্থাৎ যখন জনগণ থেকে একটা সরকার বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে পাওয়ার দিয়ে টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। সরকার সেটাই করছে। আমরা দাবি করবো পেশিশক্তি ব্যবহার না করে এই মুহূর্তে এই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
মির্জা ফখরুল বলেন, গাজী রুহুল আমিনকে বেআইনিভাবে ১০ মাস আটক করে রাখা হয়েছে। তিনি শুধু একজন সাংবাদিক না, তিনি একজন স্বাধীনচেতা মানুষ। তিনি সর্বদা সত্য কথা বলেন, কাউকে ভয় পান না। যে কারণে আজ তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে আটক করে রাখা হয়েছে। যে আইনে তাকে আটক করা হয়েছে সেটি একটি বিবর্তনমূলক গণবিরোধী আইন। এটি মুক্ত সাংবাদিকতা বিরোধী আইন। তিনি বলেন, গাজী সাহেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহিতা বলতে কী বোঝায়? একজন মুক্তিযোদ্ধা কখনো রাষ্ট্রদ্রোহী হতে পারে না। এই ডিজিটাল সিকিউরিটি মামলায় সংগ্রামের বয়োবৃদ্ধ সম্পাদককে দীর্ঘ সময় আটক করে কারাগারে রাখা হয়েছে। আমার জানামতে ডিজিটাল সিকিউরিটি আইনে সাড়ে চার হাজার মামলা হয়েছে। সামগ্রিকভাবে আপনারা জানেন এদেশে যারা স্বাধীনতার পক্ষে কথা বলছে, গণতন্ত্রের জন্য কথা বলছে তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। ওয়ার্ডের একটি কর্মীও বাদ যায়নি।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি করা হয়েছে। তারা নিয়ম অনুযায়ী আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিল। সেখানে ১৫/১৬ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। তা দেখে সরকার আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। আসলে সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই একসাথে এত লোক দেখে তারা চিন্তিত হয়ে পড়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে বেধড়ক লাঠিপেটা করেছে এবং ১৮৭ রাউন্ড গুলি ছুড়েছে। পায়ের নিচে মাটি না থাকলে এই ভয়টা হয়। সেখানে আমাদের আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, আমিনুল ইসলামসহ অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
নয়া দিগন্তের সম্পাদক মহিউদ্দিন আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কবি আব্দুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিআরইউ’র সভাপতি মোরসালিন নোমানী প্রমুখ।

 ডিপিডিসির ২২ হাজার কোটি টাকার পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) অন্তত তিনটি প্রকল্পে প্রায় ২২ হাজার কোটি টাকার অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের বিদ্যুৎ খাতে নজিরবিহীন দুর্নীতির এই অভিযোগে ঝড় উঠেছে ডিপিডিসিতে। জল্পনা-কল্পনার সঙ্গে সমালোচনাও চলছে সমানতালে। একই সঙ্গে এর সঙ্গে জড়িতরা চাকরি হারানো কিংবা শাস্তিমূলক ব্যবস্থার ভয়ে নাওয়া খাওয়া ভুলে গেছেন । ইতিমধ্যে প্রকল্পে নিয়োজিত বর্তমান ও সাবেক বেশকিছু কর্মকর্তা ও প্রকৌশলী দেশছাড়ার পায়তারা চালাচ্ছেন। ডিপিডিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, এই কাজে অনুসন্ধান করছে তিন সদস্যের তদন্ত দল। গত ৫ মে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে ডিপিডিসিকে ১৪ মে’র মধ্যে তিনটি প্রকল্পের সংশ্লিষ্ট সব দরপত্র, মূল্যায়ন প্রতিবেদন, বিল, চুক্তি ও চালানপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাহিদা মোতাবেক নথিপত্র সরবরাহের জন্য দুদকের কাছে সাত দিনের সময় চেয়েছে ডিপিডিসি কর্তৃপক্ষ। বুধবার (২১ মে) এই বর্ধিত সময়সীমা শেষ হওয়ার কথা।

প্রকল্প তিনটি হলো- ১. পিডিএসডি প্রকল্প (বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প) ২. স্মার্ট মিটার সহ উন্নত মিটারিং অবকাঠামো প্রকল্প ৩. জিটুজি প্রকল্প (বিদ্যুৎ ব্যবস্থা নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প)।

গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক অফিস আদেশে বলা হয়, জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী ফজিলাতুন্নেসা এবং অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সহায়তায় অনিয়মের মাধ্যমে জিটুজি ভিত্তিক বিভিন্ন অপ্রয়োজনীয় ও বাস্তবতাবর্জিত প্রকল্প গ্রহণ করে দরপত্রের শর্ত লঙ্ঘনপূর্বক ইউরোপের পরিবর্তে চীন হতে যন্ত্রপাতি ক্রয় করে ২২ হাজার কোটি টাকা লোপাট ও হুণ্ডির মাধ্যমে দুবাইয়ে পাচারের অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ এক বন্ধুর সহযোগিতায় ইউরোপের নামে দরপত্র দিয়ে চীন থেকে কমদামী যন্ত্রপাতি আমদানি করা হয়। প্রকল্পগুলোর মধ্যে কিছু বাস্তবতাবর্জিত ও অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে কেবল কমিশন আদায়ের উদ্দেশ্যে। দরপত্র প্রক্রিয়া মানা হয়নি, টার্নকি ভিত্তিতে কার্যাদেশ দেওয়া হলেও বাস্তবায়নে ছিল অসংখ্য ঘাটতি।

ডিপিডিসি সূত্রে জানা গেছে, বিগত স্বৈরাচার সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক প্রধানমন্ত্রীর দুই মুখ্য সচিব আহমেদ কায়কাউস ও আবুল কালাম আজাদ, ডিপিডিসির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক, জিটুজি প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মাহবুবুর রহমানসহ একাধিক প্রভাবশালী প্রকৌশলী-কর্মকর্তা জিটুজি প্রকল্পের লুটপাটের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

ডিপিডিসির সাধারণ প্রকৌশলীরা বলছেন, এই প্রকল্পটি (জিটুজি) ডেসকোকে নেয়ার জন্য তৎকালীন বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ একাধিকবার চাপ প্রয়োগ করেছিলেন। কিন্তু ডেসকোর তৎকালীন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক সাড়া দেননি। পরবর্তীতে এই অপ্রয়োজনীয় প্রকল্পটি ডিপিডিসির ওপর চেপে বসে। তাঁরা বলছেন, জিটুজি প্রকল্পের বেশিরভাগ কাজই জনস্বার্থে – এমনটি কাগজ-কলমে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের মত একটি গরিব দেশে এ ধরনের প্রকল্প উচ্চাভিলাষী, যা কেবল দেশের অর্থনীতিকে ঋণে জর্জরিত করেছে।

সাধারণ প্রকৌশলীদের অভিযোগ, মূলত প্রকল্পটি নেয়া হয়েছিল অবাধ লুটপাটের জন্য। সাবেক সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমলা ও রাজনৈতিক প্রভাবশালীরা যেমন এই প্রকল্প থেকে টাকা লুটে নিয়েছে, তেমনি ফুলেফেঁপে উঠেছেন প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী-কর্মকর্তাদের একাংশ।

দুদক সূত্র জানায়, এই ঘটনায় বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তা ও প্রকৌশলীরা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।

এ বিষয়ে ডিপিডিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমরা মন্তব্য করতে পারি না।” বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে এটি হবে বিদ্যুৎ খাতের আরও একটি বড় দুর্নীতি। যা খুবই ন্যাক্কারজনক।

অভিযোগের বিষয়ে জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক ফজিলাতুন্নেসার বক্তব্য নিতে মঙ্গলবার (২০ মে) একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম