২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । বিকাল ৩:৩৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভার ৩ মার্চ বৃহস্পতিবার তারাকান্দা প্রেসক্লাবের অস্থায়ী কার্য়লয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন, তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রফিক বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাগর তালুকদার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাজমুল হক,দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি শামিম হোসাইন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি শাকিল আহমেদ লিখনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন সাংবাদিকবৃন্দরা হলো সমাজের দর্পন। তাদের লিখনির মাধ্যমে সমাজের অবহেলিত অনেক কিছু উঠে আসে ও উন্নয়নে ভূমিকা রয়েছে।
স্বত্ব © দৈনিক সবুজ বাংলাদেশ ২০২১
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।