তারিখ লোড হচ্ছে...

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ করায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে।

৫ই মার্চ ২০২৩ রবিবার নীলফামারী জেলার সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজোয়ান ইফতেকার, প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে মেসার্স আবু হাসান ট্রেডার্স একটি দোকান হতে মোট ১২৩ (একশত তেইশ) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে দোকান মালিক মোঃ আবু মোঃ আনিচুর শেখকে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিককে সতর্ক করা হয় ও সচেতনতার জন্য অন্যান্য দোকানদারসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রংপুরে মাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ

পারিবারিক কলহের জেরে নিজ মাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্র জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের আদালত।

 

আজ (মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এই রায় ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে রংপুর জেলার কাউনিয়া থানার নাজিদহ এলাকায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে জামিল মিয়া তার মা জামিলা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। নির্মমভাবে মাকে হত্যার পর ঘাতক পুত্র জামিল তার নিজ ঘরের মধ্যেই মায়ের লাশ পুঁতে রাখে। এই বর্বরোচিত ঘটনায় নিহত জামিলা বেগমের ভাই ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই মামলার রায় ঘোষণা করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফতাব উদ্দিন রায়ের পর সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট। এমন জঘন্য ঘটনায় মৃত্যুদণ্ডের আদেশ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

language Change
সংবাদ শিরোনাম