তারিখ লোড হচ্ছে...

গুলিস্তানে বিস্ফোরণ: ১১টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।  এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত থেকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অস্থায়ী বুথ বসিয়ে পুলিশের উপস্থিতে মরদেহ করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন জানান, রাত থেকেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়। এ পর্যন্ত স্বজনদের কাছে ১১টি মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য মরদেহগুলো স্বজনরা আবেদন করলেই পুলিশের উপস্থিতিতে পর্যবেক্ষণ করে তাদেরও বুঝিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, বিস্ফোরণে যারা মারা গেছেন তাদের স্বজনদের প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা করা হয়েছে।

বিস্ফোরণে নিহতরা হলেন- মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), নুরুল ইসলাম ভুঁইয়া (৫৫), হৃদয় (২০), সম্রাট ও সিয়াম (১৮)।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলার নিচতলাও বিধ্বস্ত হয়েছে। ভবনগুলোতে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এফবিসিসিআই’র শোক

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এফবিসিসিআই’র শোক

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস গভীর শোক, সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করছে।
উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের শোক

ফায়ার সার্ভিস ও আইএসপিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ২৬ জনের বেশি আহত হয়ে বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন এই দুর্ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মন্তুদ ও বেদনাদায়ক। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা।

নেতারা আরও বলেন একটি প্রশিক্ষণ বিমান কীভাবে জনবহুল এলাকায়, তাও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এসে বিধ্বস্ত হলো-তা গভীরভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। আমরা এ ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। একইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য বিমান চলাচল সংক্রান্ত নীতিমালা ও নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছি।

তারা আরও বলেন এই মর্মান্তিক ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আহতদের চিকিৎসায় যেন সর্বোচ্চ গুরুত্ব ও সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা জাতির পক্ষ থেকেই অগ্রহণযোগ্য বলে আমরা মনে করি।

নেতারা দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন আহতদের রক্তদানে এগিয়ে আসা এবং সার্বিক মানবিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসলামী মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলীয়ভাবে ও ব্যক্তি উদ্যোগে সবাইকে এই দুর্যোগে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও চিকিৎসাসেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুন এবং জাতিকে শান্তি ও নিরাপত্তার ছায়ায় রাখুন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। সোমবার বিকেলে এক বিবৃতিতে শোক প্রকাশ করে সংগঠনটি। বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম