তারিখ লোড হচ্ছে...

নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সানজিদা খানমের উপর সন্ত্রাসী হামলা

 

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার ( ৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় এ হামলার ঘটনায় ঘটে।

স্থানীয়রা জানায়, রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় একটি পুকুরের পাশে স্থানীয় জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও প্রধানমন্ত্রীর সম্মলিত ব্যানার ছিঁড়ের ফেলার সময় বাধা দিতে গেলে এলাকার জামিল, সৈকত সহ ১০/১২ জন সাহিদা খানমের উপর অতর্কিত হামলা চালায়। পরে আহত অবস্থায় সাহিদা খানমকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করে।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল রহমান জানান, হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো পলাতক

স্টাফ রিপোর্টার: 

গত ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে ২ হাজার ২০০ জন কারাবন্দী পালিয়েছিল। এর মধ্যে ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

আজ বুধবার সকালে কারা সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কারা মহাপরিদর্শক বলেন, গত ৫ আগস্ট ২ হাজার ২০০-র বেশি বন্দী কারাগার থেকে পালিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে পরবর্তীতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জঙ্গি অভিযোগে কারাগারে থাকা ৭০ জন এখনো পলাতক রয়েছে। কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসীদের ১১ জন জামিনে মুক্ত হয়েছেন। জঙ্গি অভিযোগে কারাগারে থাকা ১৭৪ জন মুক্তি পেয়েছেন।

মহাপরিদর্শক দেশের ১৭ কারাগার ঝুঁকিপূর্ণ জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭টি কারাগার অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। এগুলোর মেরামত করা দরকার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে কারাবন্দীর ধারণ ক্ষমতা ৪২ হাজার। সেখানে কারাবন্দীর সংখ্যা ৬৫ হাজার। ধারণ ক্ষমতার চেয়ে ২৩ হাজার বন্দী বেশি রয়েছে।

নরসিংদীসহ দেশের কারাগারের নিরাপত্তার বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারাগারের নিরাপত্তার বিষয়ে একটি অবকাঠামোগত দুর্বলতা ছিল। আরেকটি বহিঃনিরাপত্তা, যেটি পুলিশ সদস্যরা দিয়ে থাকেন। এ ছাড়া কারা অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও রয়েছে।

দেশের বিভিন্ন কারাগারে হামলার সময় কারা অধিদপ্তরের ২০১ জন কর্মকর্তা আহত হয়েছেন। তাদের অনেককেই সহযোগিতা করেছেন বলে জানান কারা মহাপরিদর্শক।

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন মহল থেকে লোগো পরিবর্তনের দাবির প্রেক্ষিতে তা পরিবর্তন করা হবে।

সবা:স:জু-১৭৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম