বাকশীমূলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদাণ উপলক্ষে ওয়াজ মাহফিল

মুহাঃ-শরীফ সুমন, কুমিল্লা প্রতিনিধিঃ

যে বয়সে কোন বালাই নাই, সে বয়সের ছেলেদের বড় আয়োজন করে হাতে পুরস্কার আর মাথায় পাগড়ি এমন পরিবেশ উপস্থিত সকলকে পুলকিত করেছে। শুধু তাই নয়, মনমুগ্ধকর পরিবেশে ক্রমান্বয়ে ছয় কোরআনে হাফেজ’র দস্তারবন্দীতে বিমোহিত হয় অনুষ্ঠানস্থল। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে তাঁদের চোখ-মুখ ছিল আনন্দের ঝিলিক। এ দৃষ্টিনন্দন আবহটি তৈরী হয় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল দক্ষিণ পাড়া আহম্মদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্সে।

(১০ মার্চ ২০২৩) শুক্রবার রাতে যুব সমাজ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে বাকশীমূল দক্ষিণ পাড়া ঈদগাঁহ কেন্দ্রীয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বাকশীমূল দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ আশিক উল্লাহ সভাপতিত্বে ও বুড়িচং মডেল একাডেমি প্রধান শিক্ষক মো: কবির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব সাজ্জাদ হোসেন।

প্রধান বক্তা ছিলেন, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী,বিশেষ বক্তা ছিলেন হাফেজ ওবায়দুস সুবহান মামুন সাঈদী,কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক হযরত মাও: মোল্লা আল আমিন শিল্পী,প্রধান মুহতামিম ছিলেন বাকশীমুল দক্ষিণ পাড়া আহম্মদিয়া এতিমখানা কমপ্লেক্স হযরত মাওলানা হায়েজ ওমর ফারুক। ওয়াজ মাহফিলে ৬ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।তারা হলেন আবদুল্লাহ, ইব্রাহীম,শাকিল আহমেদ,ইব্রাহীম বিন আনোয়ার,জুন্নুন মাহমুদ ও আব্দুল্লাহ্ আল এহসান।১৯৯০ সালে আহম্মদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্সেও স্থাপিত হয়।মাহফিল আয়োজনে ছিলেন হাজ্বী মনির,আবুল বাশার,রনি,রফিকুল ইসলাম,গিয়াস উদ্দিন,আল আমিন,মোঃ মোশাররফ হোসেন,মনির মেম্বার,কাশাদুল সহ আরো অনেকে।সহযোগীতায় ছিলেন,হারিছ,কাদের,সোহাগ, নবী,রাসেদ,প্রমুখ।কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইব্রাহিম।

নারীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ ওসি ও এস আই এর বিরুদ্ধে!!

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে মেঘনা থানার ওসি ছমির উদ্দিন ও এসআই মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩- এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী। পরে আদালতের বিচারক মোয়াজ্জেম হোসেন সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার একজন কর্মকর্তাকে ঘটনার তদন্তের নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, মেঘনা থানার শিকিরগাঁও এলাকার এক প্রবাসীর স্ত্রী (২৬) জমির বিরোধ নিয়ে হওয়া মামলার খোঁজ নিতে বেশ কয়েকবার থানায় আসা যাওয়া করেন। এর সূত্র ধরে ওসি ছমির ও এসআই মোশাররফ তাকে প্রায়ই ফোন করতেন। এক পর্যায়ে ওসি ছমির তাকে মেঘনা রিসোর্টে সময় কাটানোর প্রস্তাব দেন। এসআই মোশাররফও প্রায়ই ফোন করে অনৈতিক প্রস্তাব দিতেন। তারা ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতেন। প্রস্তাব প্রত্যাখান করায় দু’জনেই তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগে বলা হয়, গত ২৬ আগস্ট ওই নারীর বোনের জামাইকে গ্রেফতার করতে যান ওসি ছমির ও এসআই মোশাররফ। সেদিন তিনি মামলার ওয়ারেন্ট দেখতে চাওয়ায় এসআই মোশাররফ তাকে থানায় নিয়ে আসেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে ওসির রুমে নেওয়া হয়। এ সময় রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওসি তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং চিৎকার করলে মেরে ফেলার ও ধর্ষণের হুমকি দেন। তখন ওসিকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে চড়, থাপ্পড় এবং লাথি মারা হয়। ওই নারী চিৎকার শুরু করলে এসআই মোশাররফ তার গলা চেপে ধরে। পরে তাকে আবারও অনৈতিক প্রস্তাব দেন দুই পুলিশ কর্মকর্তা। তবে তিনি রাজি হননি বলে দাবি করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের