মাদক না পেয়ে বিবাহ রেজিস্ট্রার এক কাজী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

অনলািইন ডেস্কঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌর এলাকায় মেহেদী হাসান (৩৫) নামে বিবাহ রেজিস্ট্রার এক কাজী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে পুঠিয়া পৌরসভা এলাকার কাঠালবাড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে মাদকসেবী ছিলেন। নেশা দ্রব্য না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে তিনি এলাকার মুসলিম বিবাহ রেজিস্ট্রার হিসেবে কাজ করছিলেন। গত কয়েক মাস আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। ফলে পরিবারের সাথে বিভিন্ন সময় ঝামেলায় জড়াতেন তিনি।

নিহতের চাচা কামাল হোসেন জানান, মেহেদী এলাকায় বখাটে যুবকদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।

রাজশাহীর পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, আত্মহত্যার বিষয়টি সঠিক। তার পরিবার সূত্রে যতটুকু জানতে পেরেছি সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

সূত্রঃ যমুনা টিভি

ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ডেস্ক

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রাণ গেছে স্বামী-স্ত্রীর। এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন গরু ব্যবসায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী, কক্সবাজারের রামুতে মোটরসাইকেল আরোহী ও চকরিয়ায় ইজিবাইক চালক, নরসিংদীর রায়পুরে সাংবাদিক, রাজধানীর পোস্তাগোলায় দু’জন এবং ভোলায় কলেজছাত্র নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
কালিহাতী (টাঙ্গাইল) ও বাগাতিপাড়া (নাটোর) : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় রোববার রাতে বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহী স্বামী নাটোরের বাগাতিপাড়া উপজেলার আরজি মারিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে অসিউল ইসলাম সবুজ ও তার স্ত্রী পাবনার ঈশ্বরদী উপজেলার যুক্তিতলা গ্রামের আইয়ুব আলীর মেয়ে ওসরা খাতুন শোভা। সবুজ ঢাকায় প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। সোমবার নাটোরের বিআরটিএ অফিস থেকে তার মোটরসাইকেলের নতুন ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার কথা ছিল। সে কারণে স্ত্রী শোভাকে সঙ্গে নিয়ে রোববার সন্ধ্যার আগে সবুজ নতুন মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। অবশেষে সোমবার জোড়া লাশ হয়ে বাড়িতে ফিরলেন শোভা-সবুজ দম্পতি।
চাটমোহর (পাবনা) ও উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ার দবিরগঞ্জে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রোববার সন্ধ্যায় বাস ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা সড়কপাড়া ময়লাল ফকিরের ছেলে বোরহান উদ্দিন, সবুজপাড়ার শেরু খাঁর ছেলে ঠান্ডু খাঁ ও বাওন বাজারের আতাহার প্রামাণিকের ছেলে সামাদ প্রামাণিক। রোববার সকালে তারা সিরাজগঞ্জের বোয়ালিয়া হাটে গরু কিনতে যান। হাট থেকে গরু কিনে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের