তারিখ লোড হচ্ছে...

র‍্যাপিড সেফ সিকিউরিটি সার্ভিস এর ভয়ানক প্রতারণার শিকার ভুক্তভোগীর থানায় অভিযোগ

 

স্টাফ রিপোর্টার :
রাজধানীর দক্ষিণ খানে কুঠবাড়ী ট্রান্সমিটার মোড় এলাকায় গড়ে উঠেছে রেপিট সেইফ সিকিউরিটি সার্ভিস নামে একটি কোম্পানি, যাদের কাজ হলো ফেইসবুকে বুস্ট করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বেকার যুবকদের এনে সিকিউরিটি গার্ড,মার্কটিং অফিসার নামে চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়া,এমনি একটি ঘটনার বিষয়ে কোম্পানির মালিকের বিরুদ্ধে ১৮ মার্চ (শনিবার) দক্ষিণ খান থানায় অভিযোগ দিয়েছেন মুনির হোসেন নামে একজন ভুক্তভোগী।

অভিযোগে রেপিট সিকিউরিটি সার্ভিস লিমিটেড এর মালিক স্বপন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মুনির হোসেন বলেন আমি গত ডিসেম্বর মাসে মোবাইলের মাধ্যমে চাকুরির বিজ্ঞাপন দেখে এখানে আসি তখন কোম্পানির এমডি স্বপন স্যার আমাকে মার্কেটিং অফিসার হিসেবে যোগদান করতে বলেন এবং আমার বেতন ১৮,৫০০ টাকা দিবে বলেন। এসময় তিনি আমার নিকট থেকে তিনি ফেইসবুক বুস্ট করার কথা বলে ১০,৫০০ টাকা নেন। আমি গত ৬ ডিসেম্বর ২০২২ সালে চাকরিতে যোগদান করি এখন প্রর্যন্ত আমি কোন প্রকার বেতন পায়নি, এর মধ্যে আমার বাসা ভাড়া, নিজের সংসার চালানো খুব কষ্টকর হয়ে পরেছে, এরই মধ্যে কোম্পানি আমাকে বলে তুমি লোক এনে দাও তাহলে বেতন পাবা,তখন আমি আমার গ্রামের নিকট আত্মীয় দুইজন সহ ৪ জনকে এখানে নিয়ে আসি সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরী দিবে বলে কিন্তু কোম্পানির লোকজন তাদের সাথেও প্রতারণা করেছে, তাদের নিকট থেকে মোট ১৩,৫০০ টাকা নেয় কোম্পানির মালিক। তাদেরকে নিয়মিত খাবার দিত না আমি মার্কেটিং চাকুরী করার কারনে সিকিউরিটি গার্ডের সম্পর্কে তেমন ধারণা ছিল না, তখন তারা এই চাকুরি ছেড়ে চলে যায় এবং এখন আমার গ্রামের বাড়িতে আমার পরিবারের উপর টাকার জন্য চাপ দিতেছে, আমি নিজেই অসহায় এখন আমি কি করবো বুজতেছিনা। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি,থানায় অভিযোগ দিয়েছি।

ঘটনার পরপরই দক্ষিণ খান থানার ওসি অপারেশন আফতাব উদ্দিন শেখ এর নির্দেশে ঘটনাস্থল রেপিট সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানির অফিসে জান এস আই সুকান্ত সাহা, অফিসে গিয়ে কোম্পানির মালিক স্বপন কে পাওয়া যায়নি।

এবার ডালের বাজার স্থিতিশীল

স্টাফ রিপোর্টার:

রমজান মাসকে ঘিরে প্রতি বছরই সব কিছুর দাম ঊর্ধ্বমুখী থাকলেও এবার ডালের বাজার স্থিতিশীল। গত ৩ মাসের মধ্যে বাজারে ডালের দামের তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে। তবে ছোলার ডাল আগামী সপ্তাহে কেজিতে ৫ টাকা বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে।

রোববার (২ মার্চ) সকালে রাজধানীর মগবাজারের চারুলতা মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে দেখা গেছে, আজ খুচরা পর্যায়ে প্রতি কেজি মাসকলাইয়ের ডাল ২০০ টাকা, মুগ ডাল ১৭০ টাকা, দেশি মুসুরি ডাল ১৩৫ টাকা, খেসারির ডাল ১১৫ টাকা, ছোলার ডাল ১১৫ টাকা, ভারতীয় মুসুরি ডাল ১১০ টাকা, ছোলা ১১০ টাকা, ডাবলির ডাল ৭০ টাকা এবং অ্যাংকর ডাল ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বুটের ডালের বেসন ১৪০ টাকা ও এংকার ডালের বেসন ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের দোকানিরা দাবি করেছেন, গত ৩ মাসের মধ্যে ডালের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।

ক্রেতারা বলছেন, ডালের দাম কেজিতে ৫/১০ টাকা কখন কম-বেশি রাখে সেটা বুঝতেই পারি না।

বাজারে খেসারি ডাল কিনতে এসেছেন রাফি আহমেদ। দোকানিকে ডালের দাম জিজ্ঞেস করতেই উত্তর পেলেন ১১৫ টাকা। রাফি বললেন, ডালের দাম আবার বাড়লো কবে?

দোকানি জানান, আগে ১২০ টাকা কেজি ছিল, এখন ৫ টাকা কমে ১১৫ টাকা হয়েছে।

জানতে চাইলে রাফি আহমেদ বলেন, ডাল তো আর প্রতিদিন কেনা হয় না। ফলে দামটা মাথায় থাকে না। দোকানিরা কখন কেজি ৫/১০ টাকা কম বেশি রাখে, সেটা বুঝতেই পারি না।

তিনি বলেন, এবার ডালের বাজার স্বাভাবিক রয়েছে। তবে আগে থেকেই হয়ত দাম বাড়িয়ে এই পর্যায়ে আনা হয়েছে।

বাজারের মুদি দোকানি আল-আমিন বলেন, গত ৩ মাসের মধ্যে ডালের দামে কোনো পরিবর্তন আসেনি। ফলে রমজানে ডালের বাজার স্থিতিশীল। যা কম-বেশি হওয়ার, তা আগেই হয়েছে। এসব বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা পাইকারি বাজার থেকে যে দামে কিনি, তা হিসাব করে খুচরা বাজারে বিক্রি করি।

তিনি বলেন, ছোলার দাম বেড়েছে বলে পাইকারি বাজার থেকে জানতে পেরেছি। আমার স্টকের ছোলাগুলো এখন বর্তমান দামেই বিক্রি হচ্ছে। আগামী সপ্তাহে হয়ত ৫ টাকা বাড়তে পারে।

বাজারের অন্যান্য দোকানগুলোতেও একই দামে ডাল বিক্রি করতে দেখা গেছে।

এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের গতকাল ১ মার্চের তথ্য বলছে, বাজার প্রতি কেজি মসুর ডাল (বড় দানা) ১০৫-১১০ টাকা, মসুর ডাল (মাঝারি দানা) ১১০-১২০ টাকা, মসুর ডাল (ছোট দানা) ১৩০-১৪০ টাকা, মুগ ডাল ১৩০-১৮০ টাকা, এংকার ডাল ৬০-৮০ টাকা এবং ছোলা মানভেদে ১০৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসেও বাজারে একই দাম ছিল বলে সংস্থাটি জানিয়েছে।

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা