জুয়েল রানাঃ
খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর অধীনস্থ বৃহত্তর মিরপুর অঞ্চলের উদ্দোগে বর্ষিয়ান আলেমে দ্বীন আমিরে মজলিস শায়খুল হাদিস আল্লামা জুবায়ের আহমেদ চৌধুরী রহমাতুল্লাহ স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মাওলানা মুফতি এম ই নোমানীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আবু ইউসুফ এর পরিচালনায় মিরপুর ১০ সংলগ্ন বিলাস ভবন কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব প্রফেসর ডক্টর আহমদ আব্দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, আল্লামা জুবায়ের আহমেদ চৌধুরী দেশ সমাজ ও রাজনীতি নিয়ে ভাবতেন। তাঁর শক্তিতে আমরা আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে পারবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক প্রফেসর ডাক্তার রিফাত হোসাইন মালিক। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রমিক মজলিস কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আবুল কালাম, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর এর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জনাব এম এ সালাম, ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন, মুহাম্মদ মজিবুল হক, মোহাম্মদ বশির উল্লাহ মামুন, মাওলানা কামাল হোসেন, খন্দকার জিয়াউদ্দিন, মাওলানা মিজানুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.