1. abdyrrohim34@gmail.com : Daily Sobuj Bangladesh : Daily Sobuj Bangladesh
  2. md.zihadrana@gmail.com : admin :
  3. mursalin1982@gmail.com : Protiva Prokash : Protiva Prokash
  4. reporting.com.bd@gmail.com : news sb : news sb
  5. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
  6. mahtabur0@gmail.com : Daily Sobuj Bangladsesh : Daily Sobuj Bangladsesh
  7. editorsobujbangladesh@gmail.com : sumona akter : sumona akter
শিশুদের ভালোবাসতেন তিনি - দৈনিক সবুজ বাংলাদেশ

২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । বিকাল ৪:০০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকার কর ফাঁকি, মূলহোতা গ্রেফতার রাষ্ট্রপতি নির্বাচনপ্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত: আলী রিয়াজ কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা ঢাকা ১৬ আসনে আমিনুল হকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ও স্থান থেকে বিমান-যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র রংপুরে মৃত ভাইয়ের সম্পত্তি দখল করে স্ত্রী সন্তানকে বের করে দেয়ার অভিযোগ ত্যাগীদের সর্বোচ্চ মূল্যায়ন চায় আমিনুল হক মেঘনা পেট্রোলিয়াম তেল চুরির হোতা এমডি কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?

শিশুদের ভালোবাসতেন তিনি

চয়ন সেনগুপ্ত ॥
পৃথিবীর যা কিছু সুন্দর তার সবটুকুই শিশুদের দিতে হবে। ওরা ভোরের আলোর মতো কোমল। কবি ও লেখক সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘ভোরের আলো হলো সূর্যের শস্যকণা।’ মূলত এ শস্যকণার মতোই আমাদের শিশুরা। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। ভীষণ স্নেহ করতেন। শিশুদের হাসিমাখা উজ্জ্বল মুখ দেখলে তার সারাদিনের ক্লান্তি যেন নিমিষেই উধাও হয়ে যেত। আবার কেউ কখনো শিশুদের কষ্ট দিলে, নির্যাতন করলে, হত্যা করলে বঙ্গবন্ধুর অন্তরাত্মা কেঁদে উঠত। তিনি প্রতিবাদী হতেন। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বর্বর বাহিনী কর্তৃক বাংলার দুগ্ধপোষ্য শিশুদের ওপর হত্যাযজ্ঞ এবং পরবর্তীকালে শিশুদের ওপর কোনো অমানবিক আচরণ তিনি সহ্য করেননি।

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় তৎকালীন পাকিস্তান সরকার জরুরি আইনের পাশাপশি ডিপিআর আইন চালু করে। ডিপিআর আইন হলো কুখ্যাত দেশরক্ষা আইন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু জেলে। সে সময় সেলে তার সঙ্গে আরও ছিলেন আব্দুল জলিল অ্যাডভোকেট, নূরে আলম সিদ্দিকীসহ কিছু ছাত্র। এছাড়া ১০ মাস ধরে বিনা বিচারে ডিপিআর আইনে জেলে বন্দি ছিল ৮ বছর বয়সি কুমিল্লার রতন। তার অপরাধ তার বাবা থাকেন ভারতে। বঙ্গবন্ধু এ খবরে প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এই দুধের বাচ্চাকে এভাবে নির্যাতন করা হচ্ছে কেন?

বঙ্গবন্ধুর আদরের ছোট ছেলে তিন-চার বছরের রাসেল যতবার মা, বোন, ভাইদের সঙ্গে জেলগেটে যেত, বঙ্গবন্ধুর পিতৃহৃদয় এক মহা শূন্যতায়, বেদনায় ভরে উঠত। তিনি জানতেন রাসেলকে পিতা হিসাবে ততটা আদর-স্নেহ দিতে পারেননি তিনি। কারণ তিনি প্রায়ই থাকতেন জেলে। স্বাধীনতার পর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে বঙ্গবন্ধু পিতা হিসাবে ছোট্ট রাসেলকে তার প্রাপ্য সবটুকু স্নেহ-ভালোবাসা উজাড় করে দিতেন। বিভিন্ন অনুষ্ঠানে, সভায়, দেশ-বিদেশ সফরে রাসেলকে সঙ্গে রাখতেন। ১৯৭৩-এর ১৮ অক্টোবর শেখ রেহানা ও রাসেলসহ বঙ্গবন্ধু জাপান সফর করেন।

১৯৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে এসে দেখলেন ইয়াহিয়া খান দম্ভ করে যা বলেছিলেন তা-ই সত্য। পাকিস্তানি বর্বর বাহিনী ও তাদের এ দেশীয় আলবদর-রাজাকার বাহিনী মিলে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, ২ লাখ মা-বোনের ওপর নির্যাতন চালিয়েছে, ঘরবাড়ি লুটতরাজ করেছে, রাস্তাঘাট-হাটবাজার-স্কুল-কলেজ ধ্বংস করেছে। বঙ্গবন্ধু ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সারা দেশে ঘুরে ঘুরে জনসভায় এমন শ্মশান বাংলার বর্ণনা দিয়ে ক্ষোভে-দুঃখে ফুঁসে উঠতেন। আর বলতেন, অসভ্য খুনি পাকবাহিনী আমার ‘দুগ্ধপোষ্য’ শিশদেরও নির্মমভাবে হত্যা করেছে। দেশে-বিদেশে বঙ্গবন্ধু যত সাক্ষাৎকার দিয়েছেন, সর্বত্র তিনি শিশুদের ওপর মর্মান্তিক হত্যাযজ্ঞের কথা বলেছেন। ১৯৭৩ সালে পাবনায় এক নির্বাচনি জনসভায় বঙ্গবন্ধু মঞ্চে বসা। তিনি দেখতে পান শামিয়ানার অনতিদূরে একদল ছোট্ট ছেলেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। বঙ্গবন্ধু গম্ভীর হয়ে ওঠেন। শিশুদের সঙ্গে এমন আচরণ তিনি সহ্য করতে না পেরে মঞ্চ থেকে চিৎকার করতে করতে নেমে আসেন। শিশুদের মাটি থেকে তুলে, গায়ের ধুলা মুছে তাদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। তারপর ওদের মঞ্চের সামনে বসিয়ে দেন। সেই জনসভায় এমন বিরল ঘটনার সাক্ষী ছিলেন ড. মযহারুল ইসলাম।

চয়ন সেনগুপ্ত : উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর

chayan21263@gmail.com

 

Please Share This Post in Your Social Media

বিজ্ঞপ্তি




স্বত্ব © দৈনিক সবুজ বাংলাদেশ ২০২১

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভাষা পরিবর্তন করুন »