তারিখ লোড হচ্ছে...

শিহাব এক মারাত্বক চরিত্রের নাম

স্টাফ রিপোর্টারঃ

ভোলার ছেলে এই শিহাব।একজন মানব পাচারকারী, মাদকাসক্ত, নারীর দালাল, এমনও তথ্য মিলেছে সে ঢাকা বরিশাল রুটে লঞ্চে লঞ্চে নারী সাপ্লাই করে ।
তার রয়েছে এক বিশাল মলমপার্টি । গ্রামের সহজ সরল মেয়েদেরকে চাকুরী দেয়ার নাম করে লঞ্চে তুলে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে প্রথমেই ধর্ষণ করে। সাথে তার লোকজন করে ভিডিও । শুরু হয় ব্লাকমেইলিং । এর পর দেশী বা বিদেশী বাজারে দেহব্যবসা করতে পাচার করে তাদের । তথ্য মতে কোমলমতি শিশুরাও রক্ষা পায়না এই রাক্ষুসে শিহাবের হাত থেকে। শিহাবের রয়েছে অন্ধকার জগতের রাজনৈতিক নেতা আর আন্তর্জাতিক ক্রিমিনাল সিন্ডিকেটের সাথে ব্যবসা বাণিজ্য, ইদানিং একটি দৈনিক পত্রিকার সম্পাদক এর হাতে এই শিহাবের অগনিত পাপের তথ্য উপাত্ত হাতে এসে পৌঁছেছে ।একথা জানতে পেরে শিহাব ৫ লক্ষ টাকা দিয়েছে এক কন্টাক কিলারকে , তার একটাই মিশন যে কোন মূল্যে এই সম্পাদককে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে । সেই সম্পাদক জানিয়েছেন এই নাম্বার থেকে 01736-917179 বারংবার ফোন এ হুমকি দিয়ে যাচ্ছে । গতরাতে সম্পাদক প্রায় জানে বেঁচে গেছেন এই শিহাব বাহিনীর একটা আক্রমণ থেকে।
সম্পাদক জানান ঠিক এর কয়েক মিনিট পরেই শিহাব ফোন করে তাকে বলেন তোর বাঁচার কোন উপায় নেই। এবার বেচে গিয়েছিস , আবার আক্রমন হবে …..

ভোলার এই শিহাবের সকল তথ্য উপাত্ত নিয়ে বিস্তারিত আসছে পত্রিকার পাতায় চোখ রাখুন, আমাদের সাথেই থাকুন।।

কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ

ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়ায় সাংবাদিকদের নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন এ নিয়ে থানায় দেয়া হয়েছে লিখিত অভিযোগ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ ডিসেম্বর উপজেলার জিয়ানগর কালবার্ট রোড এর উত্তর পাশে মোঃ আসলাম হোসেন ( ওরফে) হেলাল গং তাহার ৬ষ্ঠ তলার ভবনের কনস্ট্রাকশন কাজ চলছে কোন প্রকার সেফটি ছাড়াই চালিয়ে যাচ্ছেন। গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক বিকাল ০৫ ঘটিকায় উক্ত ভবন থেকে সেনেটারী মিস্ত্রী মোঃ শরিফুল কাজ চলাকালীন সময় ২য় তলা থেকে নিচে পড়ে অত্যন্ত খারাপ ভাবে জখম হয়।

সেনেটারী মিস্ত্রীর আহতের বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল বিডিসি ক্রাইম বার্তায় রিপোর্টার ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মেহেদী হাসানসহ দু’জন সাংবাদিক মুভি বাংলা তরিকুল, দৈনিক সংবাদ সারাবেলার সাংবাদিক মোহাম্মদ জাকির লস্কর তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে এ হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগীরা জানান গত ২৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১২ টায় তার ভবনের পাশে গিয়ে কন্ট্রাকটরের লাইসেন্স আছে কিনা , এবং আহত ব্যক্তির ব্যাপারে যে,তার চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেছে কিনা জানতে চাইলে মোঃ আসলাম হোসেন ( ওরফে) হেলাল আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদের’কে মামলা দেয়ার ও প্রাণনাশের হুমকি দেয় আমাদের পরিচয় পত্রের ছবি তুলে রাখে। এ বিষয়ে মোঃ আসলাম হোসেন ( ওরফে) হেলালের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।

এবিষয়ে বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক বলেন, প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেওয়া একটি অপরাধ। থানায় জিডি হয়েছে আশা করি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। অপরাধীকে গ্রেপ্তার না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশ অনলাইন কল্যাণ ইউনিয়ন বসকোর কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার বলেন, তথ্য চাইলে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়া অপরাধ, সাংবাদিকরা হলো জাতীর বিবেক , আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাই।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ সোহরাব হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সবা:স:জু- ৬৩৯/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম