বহিষ্কৃত যুবলীগ নেতা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার

 

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতার নাম মনোয়ার হোসেন মিন্টু। ১ নং চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার (১৯ জুন) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম উপজেলার ভাউলাগঞ্জ বাজার থেকে আনুমানিক সন্ধ্যা ৭টায় মিন্টুকে গ্রেফতার করে।

দেবীগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত ৩ জুন (শনিবার) দেবীগঞ্জ থানায় রুনা লায়লা নামে এক নারী তার মেয়ের অশ্লীল ছবি ভাউলাগঞ্জ বাজারে বিভিন্ন ব্যক্তির ফোনে ও কম্পিউটারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে অজ্ঞাত ব্যক্তির নামে এজাহার দায়ের করেন। ওইদিনই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহারটি রেকর্ডভুক্ত করা হয়। যার মামলা নং-৮৫।

মামলাটি পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করা হয়। সেই মামলায় ডিবি’র উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম গতকাল সোমবার মিন্টুকে গ্রেফতার করেন।

এর আগে বিয়ের কথা বলে কোর্টে অ্যাফিডেভিট করে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা সহ মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির প্রেক্ষিতে ভুক্তভোগী মেয়েটি গত বছর ০৯ সেপ্টেম্বর বোদা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মিন্টু এখন জামিনে আছেন। সেই সময় বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে ১১ সেপ্টেম্বর রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোয়ার হোসেন মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়। সেই সাথে বহিষ্কারের দিন থেকে তিন কার্য দিবসের মধ্যে স্থায়ী ভাবে বহিষ্কার কেন করা হবে না তা জানতে চেয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশনাও দেওয়া হয় মিন্টুকে।

এই বিষয়ে পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বহিষ্কৃত যুবলীগ নেতা মনোয়ার হোসেন মিন্টুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সোনারগাঁয়ে এক সরকারি চাকরিজীবীর বাড়িতে চুরি

সোনারগাঁয়ে এক সরকারি চাকরিজীবীর বাড়িতে চুরি

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামে রোববার গভীর রাতে এক সরকারি চাকরিজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী আলিফ লায়লা তানিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামে বসবাসরত আলিফ লায়লা তানিয়া আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। প্রতিদিন তিনি সোনারগাঁ উপজেলার বন্ধেরা গ্রামের নিজ বাসা থেকে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসে নিজ কর্মস্থলে আসা-যাওয়া করেন। তার স্বামী প্রবাসে থাকায় বাড়ি বেশির ভাগ সময় ফাঁকাই পড়ে থাকে।

প্রতিদিনের ন্যায় রোববার সকালেও বাড়ির প্রধান ফটকে ও দরজায় তালা লাগিয়ে আলিফ লায়লা তানিয়া তার কর্মস্থলে যান। পরবর্তীতে বিকালে তার কর্মস্থল থেকে বাড়িতে না গিয়ে পৈতৃক বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনারকান্দিতে জরুরি কাজে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি বাবা মায়ের সঙ্গে রাতযাপন করেন। এ সুযোগে রোববার গভীর রাতে কোনো এক সময় চোরের দল বাড়ির প্রধান ফটকের ও দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চোরের দল বাড়ির রুমের আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার; যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, সরকারি চাকরিজীবীর বাড়িতে চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের