বরগুনায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

 

জেলা প্রতিনিধি, বরগুনা:
বরগুনা অনুষ্ঠিত হওয়া এক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। ভুক্তভোগী ব্যাক্তির নাম বাবুল হোসেন, তিনি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায় ভোগ গ্রামের লালমিয়া আকনের ছেলে।

সোমবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাবুল বলেন, বরগুনা সদর থানাধীন ৩৬নং চরকগাছিয়া মৌজার এস.এ-৬০৮/১৮/০৭ খতিয়ানের রেকর্ডীয় মালিক আহমদ হোসেন, মোহাম্মদ হোসেন, আলী আকাদর। আমার নানা আহম্মদ হোসেন এবং মোহাম্মদ হোসেন ও আলী আকাব্বরদের মৃত্যুতে আমি সহ আমার ভাই-বোন এবং আহমদ হোসেন ও আলী আকার ক্রমিক ওয়ারিশান ওয়ারিশী স্বত্ত্ব সম্পত্তি ভোগ দখল করে আসছে।

ইতিমধ্যে ঐ খতিয়ান মধ্যে নব আগন্তক মোঃ জাফর। বরগুনা সাব রেজিস্ট্রী অফিসে ইং ০৫/০৩/২০২৩ তারিখে গোপনে ১১১৭ নং সাফ কবলা দলিল রেজিস্ট্রী করিয়া রাখে। আমি জানতে পারিয়া আইনের প্রতি প্রকাশীল হইয়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ১৩৯/২০২৩ (অগ্রক্রয়) নং মামলা দাখিল করি। তৎপ্রেক্ষিতে ঐ দলিলের গ্রহীতা মোঃ জাফর ও সু-নির্দিষ্ট পরিচয় বিহীন এস.এম গোলাম রসুল পরস্পর যোগাযোগে, একাধীক বিজ্ঞ এ্যাডভোকেট সাহেবদের চেম্বার হইতে বিভিন্ন অভিযোগে বাহির করিয়া দেওয়া এ্যাডভোকেট ক্লার্ক মোঃ আঃ ছত্তার মিয়া (এ্যাডভোকেট ক্লার্ক সমিতি হইতে একাধীকবার শোকজ পাওয়া সদস্য) নামমাত্র মূলে তাহার জামাতা মোঃ রিয়াজ এর নামে খরিদা অস্থিস্তবিহীন সম্পত্তি কোন হদিস না পাওয়ায় তাহার প্রত্যাক্ষ সহযোগীতায় মিথ্যা, বানোয়াট, কাল্পনিক কাগজী কারবারে তৈরী কল্প কাহিনী দ্বারা উক্ত এস, এম গোলাম রসুল কে দিয়া ইং 25/06/২০২৩ তারিখ বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে।

তিনি বলেন, জানিনা এ কোন বাস্তবতা, জমির প্রকৃত রেকর্ডীয় মালিকের ওয়ারিশদের বিভিন্ন অপশক্তির মাধ্যমে অবৈধ উপায় উচ্ছেদ করার জন্য দখল বিহীন নৰ আগন্তুক কবলাদার অপচেষ্টা চালায়। যাহা গ্রাম্য প্রবাদ “কোচে মাছ লড়ায়” অন্যদিকে আমার চাচাতো ভাই বরগুনা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ হারুন অর রশিদ সাহেবকে জড়াইয়া উক্ত সংবাদ সম্মেলনে যে সকল মিথ্যা, বানোয়াট, মনগড়া বিবরন প্রকাশ করিয়াছে তাহা শুধুমাত্র লিখনিতে মানায়, বাস্তবে তাহার কোন সত্যতা নাই। অন্যদিকে সংবাদ সম্মেলনে উল্লেখিত দেওয়ানী মোকদ্দমার কার্যক্রম বিজ্ঞ আদালতেই চলমান। যাহা বিচারের এখতিয়ার বিজ্ঞ আদালতের। এ নিয়া সংবাদ সংম্মেলনের কোন যুক্তিযুক্ত কারণ আমার জানা নাই। আমি এঘটনার প্রতিবাদ জানাই।

 

বিএনপি নেতার বাড়িতে আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক, গৌরনদীতে ব্যাপক তোলপাড়

স্টাফ রিপোর্টার:

গৌরনদী পৌরসভা উপ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গৌরনদীর রাজনীতির মাঠ সরগরম। এর মাঝেই বিএনপি নেতা আবুল প্যাদার বাড়িতে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুলের গোপন মিটিং এর ভিডিও ফুটেজ ফাঁস হওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

জানা যায় যে, উপজেলা বিএনপির আহবায়ক আবুল প্যাদার বাড়িতে সাবেক জাতীয় পার্টি ও বর্তমান বিএনপি নেতা আলাউদ্দীন ভুঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল মিলে আসন্ন গৌরনদী পৌরসভা উপ নির্বাচন নিয়ে গোপন মিটিং করেন তারা।
বিএনপি প্রকাশ্যে নির্বাচন বয়কট করলেও এভাবে ডামি প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছে বলে সন্দেহ করলেও গৌরনদী পৌরসভা উপ নির্বাচনের এই ঘটনা থেকে তা স্পষ্ট হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম