তারিখ লোড হচ্ছে...

গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬ নং ওয়ার্ড বাসীর কাছে জানতে চান কাউন্সিলর নুরুল ইসলাম নুরু

স্টাফ রিপোর্টার:

প্রিয় ৪৬ নং ওয়ার্ডবাসীগণ আসালামুয়ালাইকুম,আপনাদের সকলের দোয়া, ভালোবাসা এবং সার্বিক সহযোগিতায় ২৪ বছর যাবৎ আমাকে আপনারা বার বার কাউন্সিলর নির্বাচিত করেছেন, তাই আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি আমার মেধা, সততা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সাহেবের সহযোগিতায় ১০০% মাদক নিয়ন্ত্রণ করতে না পারলেও অনেকাংশ কমিয়ে এনেছি এবং ব্যাপক আকার ধারন করতে দেয়নি । কিন্তু গত ২৫ মে ২০২৩ ইং তারিখে গাজীপুর সিটি কর্পোরেশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়।তফসিল ঘোষণা হওয়ার পরে দেখা গেলো হঠাৎ করে ব্যাঙ্গের ছাতার মত অনেক প্রার্থী এসে নির্বাচনে অংশ গ্রহন করলেন । এখন আমার প্রশ্ন হলো,এই প্রার্থীরা কেন নির্বাচন করলেন?এই প্রশ্নের উত্তর খুঁজে এখোনো আমি পাই নাই । আমার প্রিয় ৪৬ নং ওয়ার্ড বাসীর কাছে আমার প্রশ্ন যারা আমার বিরুদ্ধে নির্বাচন করলেন তারা কারা? তারা আবার কেউ কেউ ভালো ভোট ও পেয়েছে। যারা নির্বাচন করেছে তাদের ২৪ বছরে কোনো দিন দেখলাম না মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে। ২০২০ সালে করোনা মহামারীর সময় তারা তো জীবন নিয়ে ঘরে বসেছিলেন আর আমি তো নীজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে ছিলাম। যাই হউক সম্প্রতি সময় ডেংগু মশায় আমাদের ৪৬ নং ওয়ার্ডটি বিপর্যস্ত সেই সময় আমরা আমাদের অনেক আপন জন কে হারিয়েছি। কিন্তু জনপ্রতিনিধি হওয়ার জন্য যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো তারা ৪৬ নং ওয়ার্ড বাসীর পক্ষে কোন কাজ করেতে। যাই হোক সব কিছু বিচার করবেন আপনারা আগামী দিনে। আল্লাহ বহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় এবারও আমাকে ৪৬ নং ওয়ার্ড থেকে একটানা ৫ বার নির্বাচিত করছেন। প্রথম যে দিন আপনারা আমাকে জনপ্রতিনিধি বানিয়েছেন,সেই দিন থেকে রাজনৈতিক বিবেচনায় আমি কোন মানুষের ক্ষতি করি নাই।এখন আমার মূল প্রশ্ন হলো ৪৬ নং ওয়ার্ড বাসীর কাছে গত ২৫ শে মে নির্বাচনের পরে আমাদের ৪৬ নং ওয়ার্ডে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।সাধারণ জনগন উৎকন্ঠার মধ্য জীবন যাপন করছে।মাদক ব্যাবসা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, কিশোর গ্যাং সাধারণ মানুষের জমি দখল মানুষের বাড়ি ঘর আগুন ধরিয়ে পুরিয়ে দেওয়া । ছিনতাইকারীদের দৌরাত্ম, অবৈধ ট্রাক-স্ট্যান্ড, কাভারভ্যান ইত্যাদি থেকে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করা হয়।আমার জানামতে এই সব টাকার একটা বড় অংশ যায় সমাজ ধংস মাদক ব্যবসায়ীদের হাতে। তারা আবার মাদক এনে সমাজের যুব সমাজকে ধ্বংস করে।আর টংগীর যত চুরি ছিনতাই সব কিছুই নিয়ন্ত্রণ টংগীর একজন ভাসমান বিশাল যুব নেতার হাতে।সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা টংগীর রেল ডাকাতির ঘটনা,ঐ ঘটনায় অনেক অপরাধী গ্রেফতার হলেও মুল হোতা ধরা ছোয়ার বাহিরে,চলছে বীর দরপে।
প্রিয় এলাকাবাসী আপনারা ৪৬ নং ওয়ার্ড থেকে পরপর ৫ বার আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছেন। আমি ব্যাক্তি জীবনে আপনাদের অনেক দোয়া ভালো বাসা পেয়েছি।এখন আমার একটাই মাত্র স্বপ্ন,যে স্বপ্ন আমাকে দেখিয়েছে গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা ভাওয়াল বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্যার তার স্বপ্ন পূরণের লক্ষে আমরা একসাথে কাজ করে যাবো।আমরা আগামী প্রজন্মের জন্য আমাদের এলাকাটি আদর্শ বাসযোগ্য করে যাবো,এই জন্য সকলের সহযোগিতা দোয়া এবং সমর্থন চায়।জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।

গুলিস্তানে বিস্ফোরণ: ১১টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।  এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত থেকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অস্থায়ী বুথ বসিয়ে পুলিশের উপস্থিতে মরদেহ করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন জানান, রাত থেকেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়। এ পর্যন্ত স্বজনদের কাছে ১১টি মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য মরদেহগুলো স্বজনরা আবেদন করলেই পুলিশের উপস্থিতিতে পর্যবেক্ষণ করে তাদেরও বুঝিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, বিস্ফোরণে যারা মারা গেছেন তাদের স্বজনদের প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা করা হয়েছে।

বিস্ফোরণে নিহতরা হলেন- মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), নুরুল ইসলাম ভুঁইয়া (৫৫), হৃদয় (২০), সম্রাট ও সিয়াম (১৮)।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলার নিচতলাও বিধ্বস্ত হয়েছে। ভবনগুলোতে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা