তারিখ লোড হচ্ছে...

চৌহালীতে পুজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ফারুক

মোঃ ফরহাদ হোসেন-

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সন্ধ্যায় চৌহালী উপজেলায় বিভিন্ন জায়গায় পূজা মন্ডপ পরিদর্শন করেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।

চৌহালীতে এবারে ৪২টি মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা। সনাতন ধর্মের বড় উৎসব পূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চৌহালী উপজেলায় ৮টি মন্দির পরিদর্শন করেন তিনি।

এসম তিনি সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রত্যেক মন্দিরের সভাপতির হাতে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী তুলেদেন।

ফারুক হোসেন বলেন, এখন করোনার প্রভাব কম হওয়ায় এবারের পূজা সবাই আনন্দ নিয়ে উদযাপন করছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মানুষ ঘরবন্দী ছিল। হঠাৎ এভাবে করোনা প্রাদুরভাব কম হওয়ায় সত্যিই এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। আশা করছি সকলের পূজা নির্বিঘ্নে কাটবে।

সিরাজগঞ্জ শাহজাদপুরে টিউবওয়েলে চেতনা নাশক মিশিয়ে ভয়াবহ চুরি

ইসরাফিল শেখ:(সিরাজগঞ্জ) শাহজাদপুর:

সিরাজগঞ্জ শাহজাদপুরে গাঁড়াদহ গ্রামে (২ নভেম্বর)সকাল ১১টায় সময় ফরহাদ মিয়ার জমিতে কৃষিকাজরত কাজের লোক ২ জন ও তার পরিবারের ৫ জন সহ মোট ৭ জন খাবার খাওয়ার শেষে টিউবওয়েলর পানি প্রাণ করলে অজ্ঞান হয়ে পড়ে।

এরপর,তাদের সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের পরিবারের অন্য সদস্যরা।

অজ্ঞান ব্যক্তিরা হলেন,ফরহাদ মিয়া (৫২) রিমি খাতুন (৪৩) ওমর ফারুক (২৬) রজনী খাতুন (১৮) (৯মাসের) শিশু-বাচ্চাসহ, আব্দুর রহমান, আঃ খলিল ও জয়নাল আবেদীন।

এ বিষয়,ফরহাদ মিয়া জানান, গতরাতে তার বাসায় রাত ২টার সময় ৫ জন চেতনা নাশক প্রয়োগকারীরা বাসায় ডুকে চুরির চেষ্টা চালায় তার ভাই টের পেয়ে তাদের দরার চেষ্টা করলে চেতনা নাশক প্রয়োগকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে,তার ভাই আরো বলেন তাদের পিছন থেকে ধাওয়া করলে পালিয়ে যায় ও তাদের চিনতে পারেনি বলে জানান তিনি।

অন্য দিকে,একই গ্রামের পাল পাড়ায় টিউবওয়েলের পানিতে চেতনা নাশক মিশিয়ে ৫টি বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটছে। (২নভেম্বর) রাতে গাঁড়াদহ পালপাড়ায় একই পরিবারের ৫ ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

চেতনা নাশক মেশানো টিউবওয়েলের পানি ও খাবার খেয়ে অজ্ঞান হন। অজ্ঞানরতরা হলেন,অসীম পাল,আশীক পাল,সুপাংক পাল,রাম প্রসাদ পাল ও দিবাস। অজ্ঞানরত দের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তাদের পরিবার।

এ বিষয়ে,অনিতা রানী পাল বলেন,শনিবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কেউ চেতন পাইনি। সকালে আমার ঘরের দরজায় জোরে আঘাতের শব্দে আমার ঘুম ভেঙে যায়। জেগে উঠে দেখি ঘরের সবকিছু এলোমেলো ভাবে মেঝেতে পড়ে আছে। এ সময় তাদের ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা,স্বর্ণলংকার, থালা বাসনসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানান তিনি।

সনজয় কুমার পাল ও অশিম কুমার পাল জানায়,তাদের খাবারের মধ্যে ও টিউবওয়েলের পানির সাথে চেতনাশককারীরা চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়।এরপর তারা রাতে সবাই ঘুমিয়ে পড়লে চেতনা নাশককারীরা আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানান তারা।

এ বিষয়ে,খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একদল ঘটনাস্থলে পরিদর্শন করেন,এছাড়াও শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করে এ-সময় সবুজ বাংলাদেশকে তিনি বলেন,সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সবা: সমা:০৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম