ভোটারদের সাথে কুশল বিনিময় এমপি মহারাজের

মোঃ জাকির হোসেন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে পিরোজপুর জেলার ৩টি আসনের মধ্যে নৌকা প্রতীকে পিরোজপুরে ১টি আসনে জয়যুক্ত হয়েছে।
বাকি দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন ঈগল মার্কা প্রতীকে।
পিরোজপুর জেলার অন্যতম আসন হচ্ছে পিরোজপুর ২ সংসদীয় আসন ১২৮।
স্বরূপকাঠি ভান্ডারিয়া এবং কাউখালী উপজেলা নিয়ে গঠিত এ আসন।
গত ৭ -১-২০২৪ তারিখের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১৪ দলীয় মহাজোট প্রার্থী জেপির মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মহিউদ্দিন মহারাজ।
গতকাল সোমবার বিকেলে প্রথমবার নির্বাচিত হয়ে স্বরূপকাঠি উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে এসে ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানিয়ে এ বিজয় তার একার নয় এ বিজয় সকল ভোটারদের।
পরিশেষে প্রধানমন্ত্রীকে এ আসন উপহার দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠান শেষে ছারছিনা দরবার শরীফে প্রয়াত পীরের কবর জিয়ারত করে নদীর পশ্চিম পাড়ে কলেজিয়েট একাডেমীর অনুষ্ঠানে যোগ দিয়ে সবার সাথে আবার পুনরায় কুশল বিনিময়ে যুক্ত হন ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম
মুইদুল ইসলাম ,পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক ও বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান গন। উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু ও সাধারণ সম্পাদক বাইজিদ হাসান ,এছাড়া যুবলীগ নেতা মাশরুল রাজিব, যুবলীগ নেতা রিপন সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলা লীগ ,ছাত্রলীগ, কৃষক লীগ,শ্রমিক লীগ সহ সকল নেতৃবৃন্দ ।

বাউফলে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন

 

মাহামুদ হাসান বাউফল প্রতিনিধি।
বাউফলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধার নামে সড়ক উদ্বোধন করা হয়েছে।
১৩-১২-২০২২ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাউফল উপজেলায় মদনপুরা ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডে বটতলা হইতে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধার বাড়ি ভায়া মদনপুরা ইউনিয়ন পরিষদ
পর্যন্ত এ সড়কের নামকরণের ফলক উন্মোচন করেন পটুয়াখালী ২ বাউফল আসনের সাংসদ, সাবেক চীফহুইপ আ স ম ফিরোজ ।

ফলক উম্মোচন শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধা এবং ওই মহল্লার অধিবাসী প্রয়াত মোঃ সামসুল আলোম ও অন্য প্রয়াত গণ্যমান্য ব্যক্তিদের নামে দোয়া করা হয়।
সড়ক উদ্বোধন অনুষ্ঠানে বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ফারুক,জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ
ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন সোনালী ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম