জাতীয় সাংবাদিক সংস্থা’র বুড়িচং উপজেলা কমিটি গঠন

বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা শাখা নব-নির্বাচিত কমিটি গঠন করে অনুমোদন প্রদান করা হয়েছে। এতে দৈনিক যুগান্তর,দৈনিক কুমিল্লা কাগজ পত্রিকার প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন সভাপতি,দৈনিক মানবকণ্ঠ,দ্যা ডেইলি ট্রাইবুন্যাল পত্রিকার প্রতিনিধি,তালাশ বাংলা’র সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয় সাধারন সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রত্রিকার প্রতিনিধি মোঃ সাফিকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে বুড়িচং উপজেলার কর্মরত সাংবাদিক নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
(১৭ ফেব্রুয়ারি ২০২৪) শনিবার কুমিল্লা নগরীর নিশা পার্টি সেন্টারে রেড রুফ ইন রেস্টুরেন্টে এক আলোচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণ ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়ার স্বাক্ষরিত বুড়িচং উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়।উক্ত নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে দৈনিক ভোরের কলাম ও এক্সপ্রেস নিউজের প্রতিনিধি মাহফুজ বাবু,দৈনিক বেঙ্গল টাইমস ও দৈনিক দিন পরিবর্তন পত্রিকার প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন বাচ্চু,যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বাধীন ভোর ও তালাশ বাংলা’র প্রতিনিধি মোঃ নুরুন্নবী,যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক পদে তালাশ বাংলার প্রতিনিধি মোঃ মোবারক হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ,দৈনিক কুমিল্লা কণ্ঠ প্রতিনিধি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল,দৈনিক ভোরের কলাম প্রতিনিধি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন,দৈনিক বিজয় পত্রিকার প্রতিনিধি অর্থ সম্পাদক গাজী জহিরুল ইসলাম গোল্ডেন,দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি প্রচার সম্পাদক আবু জাফর মোঃ সাদেক(অবঃ সার্জেট),দপ্তর সম্পাদক জাকারিয়া সুমন,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি ও সাহিত্যিক নাজমুল হাসান রানা,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ আলাল,কুমিল্লা টুয়ান্টিফোর টিভির প্রতিনিধি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাপ্পী চন্দ্র দে,তালাশ বাংলা প্রতিনিধি মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার,দি ফাইনালসিয়াল এক্সপ্রেস পত্রিকার স্টার্ফ রিপোর্টার নির্বাহী সদস্য মোঃ আবুল হোসেন,
দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক নির্বাহী সদস্য শরীফুল ইসলাম সুমন,সদস্য পারুল আক্তার,সদস্য আকলিমা আক্তার,সদস্য শওকত উদ্দিন ও সদস্য মোঃ সাইফুল ইসলাম। উক্ত সংগঠনটি ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারিতে বিশিষ্ট-প্রবীণ সাংবাদিক আলতাফ হোসেনের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।

নবীনগরে মসজিদে নামাজে কাতারে দাঁড়ানো নিয়ে তর্কের জেড়ে খুন!

বিপ্লব নিয়োগী তন্ময়ন, বীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

জুম্মার নামাজের সময় মসজিদের ভেতরে আগে পিছে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্কাতর্কির জের ধরে নামাজ শেষে প্রতিপক্ষের কিল ঘুষিতে সিজিল মিয়া (৪৬) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলমনগর গ্রামে আজ শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আলমনগর গ্রামে জুম্মার নামাজের সময় স্থানীয় একটি মসজিদের ভেতরে আগে পেছনে দাঁড়ানোর ঘটনা নিয়ে সিজিল মিয়ার সাথে ওই গ্রামের শাহ আলমের তর্কাতর্কি হয়। পরে নামাজ শেষে মসজিদ থেকে সিজিল মিয়া বের হলে শাহ আলম তাকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। এসময় আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী নবীপুরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে, ওখানকার চিকিৎসকেরা তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করেন। পরে মুমুর্ষ অবস্থায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি জানান, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে এটি গ্রেপ্তার নয়। এ ঘটনায় মৃতের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে লাশ উদ্ধার শেষে লাশের সুরতহালও করা হয়ে গেছে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম