স্টাফ রিপোর্টার:
পিরোজপুর জেলার নেছারাবাদ থানাদিন ৭নং গুয়ারেখা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালবাড়ি গ্রামের নদী ভাংগন কবলিত এলাকার পকংজ মন্ডলের বসতবিটার পাশে মাটি কেটে নিয়মিত নিয়ে যায় পার্শবর্তী থানার আমড়াজুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর সাহেবের জে বি এফ ইট ভাটায়। ইট ভাটার লেবারদের সাথে কথা বলে যানা যায় লেবার সরদারের সহযোগী গৌতম বাবু ও তালবাড়ি ওয়ার্ডের সাবেক মেম্বার পরেশ হাওলাদারের প্রতক্ষ মদদে এই মাটিকাটা হয়।নেছারাবাদ থানার সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) এর মুঠোফোনে কথা বললে তিনি জানান নদী থেকে মাটি ও বালি কাটার ব্যাপারে আমরা ও আমাদের নেছারাবাদ উপজেলা প্রশাসন
জিরো টলারেন্স।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.