জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে শাকির-তানিম

 

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আংশিক ঘোষণা করা হয়েছে। কমিটিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাকির আহমেদকে সভাপতি এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাহ নাবিল হোসেন তানিম -কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার সংগঠনটির পক্ষ থেকে আগামী ১ বছরের জন্য হবিগঞ্জ জেলা ছাত্রকল‍্যাণ কমিটি অনুমোদন দেওয়া হয় ।

উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ আব্দুর রহিম কাওছার ও মোঃ নুরুল আফসার, উপদেষ্টা আব্দুল্লাহ শাহীন, মোঃ আব্দুল মুহিত, আব্দুল মুকিত, সানি সূত্রধর, নাজমুল হোসেন মামুন, সভাপতি সাকিব হাসান ও সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম সোহাগ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষনা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শুভ পাল, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুর রহমান সম্রাট, আবুল হাসান, মুবিন আক্তার মুনা, ইফাত জাহান চোধুরী জ্যোতি, খন্দকার জালাল এবং নাফিজ ইমতিয়াজ রূপক।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সফল দাস রাহুল, মোঃ আব্দুল মুঈন খাঁন, মোমিন আহমেদ সুমন এবং বিভু দেবনাথ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে অনামিকা দেব পূর্বা জয় রায়, সরল ব্যানার্জী হৃদয়, তাফহিমুর রহমান খান এবং স্পর্শা দত্ত সিঁথি।

উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক রাজু আহমেদ খান, প্রচার সম্পাদক সাইদুর রহমান পারভেজ, অর্থ সম্পাদক মাহমুদ তালুকদার এবং কার্যকারী সদস্য হিসাবে রয়েছেন প্রিতম দাস, কামরান হোসেন, মোহাম্মদ আকাশ মিয়া ও রৌদ্র বনিক। আগামী তিন (০৩) মাসের মধ্যে কমিটিকে পুর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ ই নভেম্বর প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ আব্দুর রহিম কাওছার ও মোঃ নূরুল আফসারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জেনেসিস প্রি-স্কুলে “লার্ন উইথ ফান” প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ সংলগ্ন জেনেসিস প্রি-স্কুল গত ২১ অক্টোবর শনিবার ছায়ানট সাংস্কৃতিক ভবনে এক বর্নাঢ্য “লার্ন উইথ ফান” প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্কুলের ক্ষুদে শিশুদের দিয়ে কবিতা, গান, নাচ, শিক্ষামূলক নাটিকা ইত্যাদি সহশিক্ষা পরিবেশন করা হয়। ৩ থেকে ৮ বছর বয়সী শিশুরা বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ নিয়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল মোসা. ওয়াহিদা আক্তার বলেন, জেনেসিস প্রি-স্কুল ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই চাপমুক্ত পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন-ভেজিটেবল উৎসব, ফল উৎসব, স্টোরি টেলিং ডে, গণিত উৎসব, স্পেলিং উৎসব, বিজ্ঞান মেলা, বৈশাখ ও বসন্ত উৎসব, নৈতিক শিক্ষাদান প্রোগ্রামসহ বিভিন্ন জাতীয় দিবস পালনের মাধ্যমে শিশুদের শারিরীক ও মানসিক বিকাশে সহায়তা করছে। গত ১০ বছরে স্কুলটি ইতোমধ্যে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা কুড়িয়েছেন। সমাপনী বক্তব্যে স্কুলের চেয়ারম্যান ড. মোল্লা আজফারুল হক বলেন, শিশুদের পড়াশোনা শুরুটা যত আনন্দদায়ক হবে ততই শিশুদের চিন্তা ও মননে বিকশিত হবে। তিনি আরও বলেন, স্কুলটির উপদেষ্টা হিসেবে কাজ করছেব একঝাঁক তরুণ বিসিএস ক্যাডার কর্মকর্তা যারা রাজধানীর অসংখ্য স্কুলের ভিড়ে জেনেসিসকে প্রি-স্কুলকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে আনন্দদায়ক পাঠদান ও চাপমুক্ত পড়াশোনা নিশ্চিতকরণসহ জন্য নানা পরামর্শ দিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চমৎকার ও শিক্ষণীয় এই অনুষ্ঠান আয়েজনের জন্য শিক্ষিকাসহ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখতে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। মঞ্চে সকল শিক্ষার্থীর অংশগ্রহনে “আমরা করব জয়” গানটির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা দায়িত্বে ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা ফারজানা আক্তার লোপা ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ওয়াদিফা রহমান অপ্সরা।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম