সাড়ে ৯ বছর পর প্রমাণিত হলো মামলাটি মিথ্যা, বাদিকে গ্রেফতারের নির্দেশ!

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ

চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন আদালতে মিথ্যা মামলা সাজিয়ে হয়রানির পরিপ্রেক্ষিতে ওই মামলার বাদিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ ১৬ জানুয়ারি, রবিবার দুপুরে চট্টগ্রামের নারি ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জামিউল হায়দার এ আদেশ দেন। এর আগে গত বছরের ৩১ অক্টোবর হয়রানি মামলার বাদি বিলকিছ বেগমের বিরুদ্ধে নারি ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারার ফৌজদারি অভিযোগে নগরের বায়েজিদ থানা আরেফন নগরের বাসিন্দা নুরুল হক মান্না নামের এক ভুক্তভোগীর পক্ষে মামলাটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মুজিবুল হক।

বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী আয়েশা আক্তার।

এদিকে বিলকিছের সাজানো দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২০ অক্টোবর মিথ্যা তথ্য দিয়ে নারি ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় তিনজনকে আসামি করে নারি ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার আবু বক্কর ছিদ্দিক প্রকাশ বাম্পারের মেয়ে বিলকিছ বেগম(৩৫)। মামলায় আসামি ছিলেন নুরুল হক মান্না, একই এলাকার আবদুল ওহাবের ছেলে কাজী নজরুল ইসলাম(৭২) এবং আলী জহিরের ছেলে ওসমান গনি পুতু। মান্না উচ্চ আদালত থেকে জামিন নেন, বাকী দুইজন বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।

আইনজীবী আয়েশা আক্তার বলেন, আসামি বিলকিছ বেগম নারি ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) এর মত স্পর্শকাতর ধারায় মামলা করে বাদীসহ আরো দুই ব্যক্তিকে হয়রানি করেছেন। তারা দীর্ঘ সাড়ে ৯ বছর ওই মামলার ঘানি টেনেছেন। পরে তিনজনই নির্দোষ প্রমাণে খালাস পেয়েছেন। আমরা আদালতে বিষয়টি উপস্থাপন করতে সক্ষম হয়েছি। পরে এই আইনের ১৭ ধারায় আনিত ভুক্তভোগীর অভিযোগ আদালত আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

কুমিল্লায় আর্তমানবতার সেবায় নেয়ামতউল্লাহ ফাউন্ডেশনের আত্ব প্রকাশ

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুরে নেয়ামতউল্লাহ ফাউন্ডেশনের আত্ব প্রকাশ উপলক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ২৮ শে জানুয়ারী শনিবার। কুমিল্লার প্রখ্যাত আইনজীবি এডভোকেট নিয়ামত উল্লাহ’র স্মরণে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন ইতিমধ্যে বহুবছর থেকেই শিকারপুর এলাকায় স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এডভোকেট নিয়ামত উল্লাহ’র প্রতিষ্ঠিত বুড়িচং শিকারপুর পশ্বিমপাড়া নেয়ামত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪ নং ষোলনল ইউনিয়মন পরিষদের চেয়ারম্যান হাজী মো: বিল্লাল হোসেন। এডভোকেট মরহুম নিয়ামত উল্লাহর সুযোগ্য পুত্র ই্িঞ্জনিয়ার মেহেদী হাসান ইমনের সভাপতিত্বে সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং মরহুম নেয়ামত উল্লাহ’র পুত্রবধু সায়মা ইমন। সভায় বক্তারা নেয়ামত উল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার জনহিতকর কাজ অব্যাহত থাকব বলে আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান হাজী মো: বিল্লাল হোসেন বলেন, মরহুম এডভোকেট নিয়ামত উল্লাহ তার কর্মময় জীবন এবং তার প্রতিষ্ঠিত মসজিদ,মাদ্রাসা,স্কুল,কলেজসহ বিভিন্ন জনকল্যানমূলক কাজের মাধ্যমে মানুষের হদয়ে স্থান করে আছেন। ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ইমন নেয়ামত ফাইন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং এতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম