তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আলী মিঠুল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার ৪ মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান মুহাম্মদ আলী মিঠুল।

এলএলবিতে অধ্যয়নরত এই মেধাবী শিক্ষার্থী তার দায়িত্বের মাধ্যমে ছাত্রলীগের রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে চান বলে জানিয়েছেন। পদ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা, আমার পিতা-মাতা এবং আমার সকল শুভাকাক্সক্ষীদের প্রতি, একই সাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সুযোগ্য বিপ্লবী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের প্রতি। যিনি আমাকে মহানগর ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন।

পদ্মা মেঘনার কোল ঘেঁষা বিখ্যাত রেলের শহর বলে পরিচিত রাজবাড়ী জেলা, এ জেলারই পাংশা-কালুখালী উপজেলার সন্তান মুহাম্মদ আলী মিঠুল। পরিবার থেকেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির শিক্ষা পান। তার বাবা বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাথে সম্পৃক্ত। মোঃ জয়দার আলী মন্ডল আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থীর পক্ষে, ১৯৮৬ সাল থেকে এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।

পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পড়াকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির সারিতে পা রাখেন মুহাম্মদ আলী মিঠুল। সময়ের পরিক্রমায় রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতায় উপজেলা ছাত্রলীগ কমিটির সদস্য হিসেবে স্থান পান। মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি ও স্নাতক পাস করেন। ২০১৪ সালে প্রথম ঢাকা মহানগর ছাত্রলীগের সাথে একজন কর্মী হিসেবে পথ চলা শুরু করেন তিনি। দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর ও ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাথে কাজ করার স্বীকৃতি স্বরূপ আজকের এই অর্জন।

মুহাম্মদ আলী মিঠুল আরও জানান, ‘ছাত্রলীগের এই পদ আমার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদশের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অতীতের মতোই সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সংগঠনের জন্য কাজ করে যাব।’ সুসময়ের পাশাপাশি দুঃসময়েও পাশে থেকে ছাত্রলীগের পতাকা উড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই উদীয়মান ছাত্র নেতা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার: 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। নিম্নে আহ্বায়ক কমিটি উল্লেখ করা হলো-

১. রফিকুল আলম মজনু (আহ্বায়ক)
২. হারুনুর রশিদ হারুন (যুগ্ম আহ্বায়ক)
৩. আ. ন. ম সাইফুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)
৪. লিটন মাহমুদ (যুগ্ম আহ্বায়ক)
৫. আব্দুস সাত্তার (যুগ্ম আহ্বায়ক)
৬. এস. কে সেকান্দার কাদির (যুগ্ম আহ্বায়ক)
৭. মনির হোসেন চেয়ারম্যান (যুগ্ম আহ্বায়ক)
৮. মীর হোসেন মীরু (যুগ্ম আহ্বায়ক)
৯. সাইদুর রহমান মিন্টু (যুগ্ম আহ্বায়ক, দপ্তরে নিয়োজিত)
১০. অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার (যুগ্ম আহ্বায়ক)
১১. গোলাম হোসেন (যুগ্ম আহ্বায়ক)
১২. ফরহাদ হোসেন (যুগ্ম আহ্বায়ক)
১৩. মকবুল হোসেন টিপু (যুগ্ম আহ্বায়ক)
১৪. মজিবুর রহমান মজু (যুগ্ম আহ্বায়ক)
১৫. তানভীর আহমেদ রবিন (সদস্য সচিব)
১৬. ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (সদস্য)
১৭. ফরিদ উদ্দিন (সদস্য)
১৮. অ্যাডভোকেট ফারুকুল ইসলাম (সদস্য)
১৯. শরীফ হোসেন (সদস্য)
২০. মোহাম্মদ আলী চায়না (সদস্য)
২১. আরিফুর রহমান নাদিম (সদস্য)
২২. লতিফ উল্লাহ জাফরু (সদস্য)
২৩. আনোয়ার পারভেজ বাদল (সদস্য)
২৪. কে. এম জুবায়ের এজাজ (সদস্য)
২৫. আকবর হোসেন ভূইয়া নান্টু (সদস্য)
২৬. সাইদ হাসান মিন্টু (সদস্য)
২৭. উমর নবী বাবু (সদস্য)
২৮. সাইফুল্লাহ খালেদ রাজন (সদস্য)
২৯. ফজলে রুবায়েত পাপ্পু (সদস্য)
৩০. আরিফা সুলতানা রুমা (সদস্য)
৩১. নাদিয়া পাঠান পাপন (সদস্য)
৩২. নাছরিন রশিদ পুতুল (সদস্য)
৩৩. লোকমান হোসেন ফকির (সদস্য)
৩৪. জুম্মন মিয়া (চেয়ারম্যান) (সদস্য)
৩৫. অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী (সদস্য)
৩৬. হাজী নাজিম (সদস্য)
৩৭. আলমগীর হোসেন (সদস্য)
৩৮. রাইসুল হাসান হবি (সদস্য)
৩৯. মো. হামিদুল হক (সদস্য)
৪০. সফিউদ্দিন আহমেদ সেন্টু (সদস্য)
৪১. অ্যাডভোকেট হোসেন আলী (সদস্য)
৪২. ইসমাইল তালুকদার খোকন (সদস্য)
৪৩. আনোয়ার হোসেন সরদার (সদস্য)
৪৪. আনোয়ারুল কবির (সদস্য)
৪৫. মামুন হোসেন (সদস্য)
৪৬. জাফর আহমেদ (সদস্য)
৪৭. তোফায়েল আহমেদ (সদস্য)
৪৮. মোফাজ্জল হোসেন (সদস্য)
৪৯. হাজী মোজাম্মেল হক (সদস্য)
৫০. হাজী জাকির হোসেন (সদস্য)
৫১. কাবিরুল হায়দার চৌধুরী (সদস্য)
৫২. আবুল হাশেম (সদস্য)
৫৩. শামসুন নাহার (সদস্য)
৫৪. খাজা হাবীব (সদস্য)
৫৫. মোয়াজ্জেম হোসেন (সদস্য)
৫৬. মো. উজ্জল মিয়া (সদস্য)
৫৭. নুরুল কাদের নাসিম (সদস্য)
৫৮. মো. নাসিমুল গণি খান (সদস্য)
৫৯. মোজাম্মেল হক মজু (সদস্য)
৬০. মো. আকতার হোসেন (সদস্য)
৬১. মো. আলম মৃধা সদস্য

 

সবা:স:জু-২৪৯/২৪

language Change
সংবাদ শিরোনাম
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার-১ মানিকছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়া'র পথসভা সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সিন্ডিকেটে আটকে আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকার মেশিন কেরানীগঞ্জে ঠিকাদার রফিকের অবৈধ গ্যাস সংযোগে টাকার মেশিনের সন্ধান আগুন সন্ত্রাস আটক করায় গুলশান ট্রাফিক পুরস্কৃত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা ও ৯টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা