তারিখ লোড হচ্ছে...

তারেক রহমানের নির্দেশ অমান্য: বিএনপি নেতার বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিএনপি নেতা আবুল হোসেন খানের বিরুদ্ধে দলের কার্যক্রমে স্বেচ্ছাচারিতা ও কমিটি বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক দলীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র কমিটি গঠনের বিষয়টি নিয়ে সারাদেশে দলীয় নেতারা ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলের চলমান কমিটি গঠন প্রক্রিয়ায় সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে থাকা ব্যক্তিদের সুযোগ দেয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির মাঠ পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
তারা বলেন সম্প্রতি জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে বলা হয়, চলমান কমিটি প্রক্রিয়ায় “এক নেতা এক পথ” কৌশল অবলম্বন করে দলের ত্যাগী নেতা-কর্মী যারা দুঃসময়ে মাঠ পর্যায়ে থেকে দলকে শক্তি যুগিয়েছে তাদের কি কমিটিতে সুযোগ দেয়া হবে। কিন্তু বাকেরগঞ্জের বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান তার পছন্দের ব্যক্তিদের মাধ্যমে পকেট কমিটি দেয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বলে এসব নেতাকর্মীরা অভিযোগ করেন। তারও আশঙ্কা করেন এই চলমান কমিটি গঠন প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক লেনদেন ও সুযোগ সুবিধার মাধ্যমে এলাকায় না থাকা এবং সংগঠনের সাথে দীর্ঘদিন অনুপস্থিত ব্যক্তিদের স্থান দেওয়ার ঘটনা দৃশ্যমান। আবুল হোসেন খানের এমন স্বেচ্ছাচারী ও দলীয় নেত্রীর সাংঘর্ষিক কর্মকাণ্ডের কারণে বিগত কয়েক বছরে বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বাকেরগঞ্জের মাঠ পর্যায়ের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে বলে দাবি স্থানীয় নেতৃবৃন্দের।

চলবে…..

বরিশালে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বরিশালে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

 

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা। এ সময় শ্রমিকদের হামলায় সরকারি বিএম কলেজের ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোটা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। নথুল্লাবাদের একাধিক বাসের কাউন্টার এবং বাস ভাঙচুর করেছে। বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেন তারা।

শ্রমিকদের দাবি, শিক্ষার্থীদের হামলায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অর্ধশতাধিক বাস। আহত শ্রমিক এবং শিক্ষার্থীদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে শুরু হয় ছাত্র-শ্রমিক হামলা-পাল্টাহামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বাসগুলোতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে গোটা বাসস্ট্যান্ড এলাকা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র নেতা রাজু জানিয়েছেন, শনিবার বিকেলে বিএম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু বক্কর হিজলা উপজেলা থেকে ‘সোহান হাওলাদার’ নামক বাসে বরিশালে ফিরছিল।

তার কাছে ভাড়া চাইলে তিনি বিএম কলেজ শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চান। কিন্তু বাসের সুপারভাইজার এবং হেলপার তার কাছে ফুল ভাড়া দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থী আবু বক্করকে লাঞ্ছিত করেন শ্রমিকরা।

আবু বক্কর ঘটনাটি বিএম কলেজ শিক্ষার্থীদের জানান। সন্ধ্যা ৬টায় বাসটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছলে রাজুসহ বিএম কলেজের একদল শিক্ষার্থী নথুল্লাবাদ গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় তাদের সঙ্গেও অশ্লীল ভাষা ব্যবহার করেন শ্রমিকরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টির এক পর্যায় ২৫-৩০ জন শ্রমিক একত্রিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ছাত্রনেতা রাজু।

অপরদিকে, নথুল্লাবাদের পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। শনিবার কলেজ বন্ধের দিন এক শিক্ষার্থী বাসে ওঠে হাফভাড়া দেওয়ার কথা বলে। বাসের সুপারভাইজার সেটা না মেনে সম্পূর্ণ ভাড়া দাবি করে। এতে ক্ষুব্ধ হন ওই শিক্ষার্থী।

বিষয়টি তিনি তার সহপাঠীদের জানালে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শতাধিক শিক্ষার্থী নথুল্লাবাদে হামলা-ভাঙচুর শুরু করে। তারা বাস টার্মিনালের মধ্যে একাধিক কাউন্টার, পার্কিং করা বিএমএফ, তুহিন, সামান্ত, জিএম এবং নিউ ভাই ভাই পরিবহনসহ একাধিক পরিবহনের অর্ধশতাধিক বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। ২০ জনের বেশি শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেছে।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেন, একসঙ্গে কয়েক হাজার শিক্ষার্থী নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছে। তারা বাস টার্মিনাল ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই ভেতরে অবরুদ্ধ আছি। যে কারণে কতগুলো বাস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শ্রমিক আহত হয়েছে তা বলা সম্ভব না। তা ছাড়া এর বিপরীতে কোনো কর্মসূচি নিবেন কিনা সে বিষয়েও আপাতত কিছু জানেন না বলেন মালিক সমিতির সভাপতি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। কিছুসংখ্যক বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বাসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টার করছে। তা ছাড়া সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

language Change
সংবাদ শিরোনাম