গত ০৬ জুন ২৪ ইং তারিখে""টঙ্গী রেলস্টেশনে কবিরাজির নামে সোহেলের ভয়ংকর প্রতারণার ফাঁদ!""এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় যে সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা,ভিত্তিহীন ও বিভ্রন্তিমূলক তথ্যের মধ্যেমে আমাদের দীর্ঘ দিনের কবিরাজি পেশা,পারিবারিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমার বাবা প্রায় ৪০/৪২ বছর যাবত টঙ্গী রেলস্টেশনে কবিরাজি ওষুধ বিক্রি করতেন,আমার বাবা মৃত্যুবর করার পর বাবার পেশা কে আমার পেশা হিসেবে বেঁচে নিয়েছি প্রায় ১৭/১৮ বছর যাবত আজ পর্যন্ত কোন অনিয়ম ও প্রতারণা অভিযোগ আমার বিরুদ্ধে নেই।
তবে দৈনিক সবুজ বাংলাদেশের প্রতিবেদক আমার পেশা কে নিয়ে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
মোঃ সোহেল করিবাজ
টঙ্গী রেলস্টেশন, গাজীপুর
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত