তারিখ লোড হচ্ছে...

বিআরটিসি’র ৮২ লাখ টাকা আত্মসাত ম্যানেজার জামিলের দুর্নীতি তদন্তে ১৬ মাসেও কোন অগ্রগতি নেই

স্টাফ রিপোর্টারঃ

বিআরটিসি খুলনা ডিপো ম্যানেজার জামিল হোসেনের দুর্নীতি,অনিয়ম,অর্থ আত্মসাত, মাদক সেবনের অভিযোগ রয়েছে। বাসের নাম্বার প্লেট পরিবর্তন করে নিজ নামে ইজারাসহ বিভিন্ন ভাবে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। আর এসব কারনে বরিশাল থেকে খুলনায় বদলি করা হয় জামিলকে। অভিযুক্ত জামিলের দুর্নীতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হলেও দীর্ঘ ১৬ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে অথচ তদন্তের কোনো অগ্রগতি নেই ।

তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগসহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে । এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন উপ সচিব কামরুল ইসলাম । দুর্নীতির বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মেজর আলিমুর রহমান, ইএমই, জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল), কে। বলা হয়েছে
তদন্ত সাপেক্ষে ১৫ দিনের মধ্যে মতামত দাখিল করতে । বিগত ১০ নভেম্বর ২০২০ তারিখ ২০৮৭ নাম্বার স্বারকে মোঃ কামরুল ইসলাম, উপ সচিব, জেনারেল ম্যানেজার, বিআরটিসি এ নির্দেশনা দেন ।

খোঁজ নিয়ে জানা যায়,দীর্ঘ ১৬ মাস অতিবাহিত হলেও কোন এক অদৃশ্য কারণে সেই তদন্ত আলোর মুখ দেখিনি। বিআরটিসি’র দুর্নীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তে ধীর গতি প্রমাণ করে তদন্তে নিয়জিত তিন সদস্য ম্যানেজ হয়েছে,এমন মন্তব্য করেন সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তা।
জানা গেছে, খুলনা ডিপো ম্যানেজার জামিল যেখানেই দায়িত্বে ছিল সেখানেই দুর্নীতি করেছে। তার বিরুদ্ধে সুস্পষ্ট ৮টি অভিযোগ রয়েছে ।

জামিল বরিশাল বাস ডিপো ম্যানেজারের দায়িত্বে থাকাকালীন সেখানেও নানা অনিয়ম, ট্রিপ ফাকি,রাজস্ব আত্মসাৎ করাসহ অসংখ্য কুকর্মের সাথে জড়িত ছিল। বরিশাল ডিপোর কারিগরি শাখা থেকে খুচরা যন্ত্রপাতি কেনার জন্য অগ্রিম ৮২ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করার গুরুতর অভিযোগ রয়েছে। এবিষয়ে জামিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,তদন্ত হচ্ছে জানি তবে আমি চ্যালেঞ্জ করবো, আমি নির্দোষ। এদিকে খোঁজ খবর নিয়ে জানা গেছে,মতিঝিল ডিপোতেও বিভিন্ন অনিয়ম চলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিআরটিসি’র অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম কঠোর পদক্ষেপ নিয়েছে তিনি চেস্টা করছেন বি আর টিসিকে ঢেলে সাজাতে । তবে বসে নেই দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের দৌড়াত্ম বিআরটিসি’র সর্বত্র। একাধিক সুত্র এ প্রতিবেদককে জানায়, বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর অনেকাংশেই শৃঙ্খলা ফেরাতে পেরেছেন।

কয়রায় বিএনপি নেতা বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

কয়রায় বিএনপি নেতা বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

খুলনা সংবাদদাতা:

খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টায় কয়রা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বায়োজিদ হোসেন বাচ্চু, কয়রার বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আ. মজিদ মিস্ত্রি, আ. গফফার, এফ এম মোহররম হোসেন, নাজমুল হুদা, কামরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, এ করিম, যুবদল নেতা আহাদুর রহমান লিটন।

আরও বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, আবু তায়েব, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইলিয়াস জনী। উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি জামাল ফারুক জাফরুন, সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, শ্রমিক দল নেতা আকবার হোসেন, আ. রউফ, আজিজুল ইসলাম, তাঁতী দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, শেখ মামুন, তৌহিদুর রহমান, মেহেদী, মহিলা দল নেত্রী ফাতেমা খাতুন, মাহফুজা, রুবিনা।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়রার দুঃসময়ের বিএনপির কান্ডারি নুরুল আমিন বাবুলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। তার মতো নির্যাতিত নেতার বিএনপিতে প্রয়োজন। বিগত দিনে কয়রার ৭টি ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে তিনি দিনরাত পরিশ্রম করেছেন। তারা আরও বলেন, নুরুল আমিন বাবুলকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ও খুলনা জেলা বিএনপি নেতাদের কাছে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাই।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দুটি থানা কমিটি এবং ৮টি ওয়ার্ড কমিটি গঠিত কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা বহিষ্কার ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী সাইবার দল পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা হেমা মালিনীকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন ধর্মেন্দ্র এস আলম বিতর্কে স্থগিত মনোনয়ন পেরিয়ে এখনও আশাবাদী বিএনপি বহিষ্কৃত সুফিয়ান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন রাজধানীতে নামেই ফুটপাত, হাঁটার উপায় নেই ভারতীয় মাফিয়া সিন্ডিকেটের কবলে বাংলাদেশের টেলিকম সেক্টর