২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৯:৩৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় জৈব প্রযুক্তিতে উৎপাদিত কৃষি পন্য বাজারজাতকরণ বিষয়ে গতকাল রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও বিএডিসি তারাকান্দা এর আয়োজনে মত বিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) বিএডিসি এ.এফ.এম হায়াতুল্লাহ ।
মত বিনিময় সভা উপ পরিচালক মো: আসিফ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য পরিচালক বীজ ও উদ্যান কৃষিবিদ মো: মোস্তাফিজুর রহমান, মহা ব্যাবস্থাপক (বীজ) কৃষিবিদ প্রদীপ চন্দ্রদে, প্রধান প্রকৌশলী (সওপ) প্রকৌশলী বীরেন্দ্র নাথ দেবনাথ,কৃষিবীদ রিপন কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পুলক কান্তি চক্রবর্তী,তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি প্রমূখ।
এ সময় উপজেলা কৃষি অফিসার রকিব আল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রান্তিক কৃষক ও কৃষানীগন উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক সবুজ বাংলাদেশ ২০২১
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।